তারাগঞ্জ ওয়াকফ এস্টেট কামিল মাদ্রাসা

রংপুর বিভাগের রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের একটি ফাযিল মাদ্রাসা

তারাগঞ্জ ওয়াকফ এস্টেট কামিল মাদ্রাসা রংপুর বিভাগের রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের একটি ফাযিল মাদ্রাসা[১][২][৩]

তারাগঞ্জ ওয়াকফ এস্টেট কামিল মাদ্রাসা, রংপুর
ধরনমাদ্রাসা
স্থাপিত১ জানুয়ারি ১৯৫০; ৭৪ বছর আগে (1950-01-01)
প্রতিষ্ঠাতাতারাগঞ্জ ওয়াকফ এস্টেট
অধিভুক্তিইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ (২০০৬ – ২০১৬)
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় (২০১৬ – বর্তমান)
অধ্যক্ষড. এ এস এম আব্দুছ ছালাম
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ
৩৬ জন
শিক্ষার্থী১০০০+ জন
ঠিকানা, ,
ইআইআইএন১২৭৯৭১, মাদ্রাসা কোড- ১৪৪৬৭
ক্রীড়াক্রিকেট, ফুটবল, ভলিবল, ইসলামি সংগীত, ও অন্যান্য
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট

ইতিহাস সম্পাদনা

১ জানুয়ারী ১৯৫০ সালে মাদ্রাসাটি ফোরকানিয়া মাদ্রাসা হিসাবে চালু হয়। পরে ১ জানুয়ারী ১৯৭৫ সালে দাখিল অনুমতি পায় এবং ১ ডিসেম্বর ১৯৮৩ সালে আলিম খোলার অনুমতি পায়। এর পর ফাযিল খোলার অনুমতি পায়। মাদ্রাসাটি ২০২২ সালে এক বিষয়ে কামিল পাঠদানের অনুমতি পায়। মাদ্রাসাটি এমপিও ভুক্ত। এমপিও নম্বর ৯১০৮০১২৩০১। [১] মাদ্রাসায় দাখিল ও আলিম স্তরে বিজ্ঞান বিভাগ চালু আছে।

ভবনের বিবরণ সম্পাদনা

মাদরাসাটির প্রায় ১.৮৩ একর জমির উপর স্থাপিত। ।[১] মাদরাসাটিতে 4টি ভবন আছে-

  1. প্রশাসনিক ভবন-১টি।
  2. একাডেমিক ভবন-৩টি। তার মধ্যে ১টি চারতলা ভবন নির্মানাধিন।

অন্যান্য সম্পাদনা

  1. বিজ্ঞানাগার-১টি
  2. কম্পিউটার ল্যাব-১টি
  3. পাঠাগার- ১টি
  4. শিক্ষক কন্ফারেন্স রুম ১টি।[১]

পোশাক সম্পাদনা

ছাত্রের জন্য সাদা পায়জামা, আকাশি রঙের পাঞ্জাবি, সাদা টুপি ও সাদা জুতা এবং মেয়েদের কালো বোরখা ও সাদা ওড়না।

সাংস্কৃতিক কর্মকান্ড সম্পাদনা

মাদাসার অনেক ছাত্র-ছাত্রী জাতীয় পর্যায়ে রচনা, ইসলামি সংগিত, কেরাত ও খেলাধুলা প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে বিজয়ী হয়েছে। উপজেলা পর্যায়ে কয়েকবার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হয়েছে। ২০২২ সালে জেলা পর্যায়ে শ্রেষ্ট প্রতিষ্ঠান হয়েছে।

ফলাফল সম্পাদনা

সুযোগ্য গভর্নিং বডির পরিচালনায়[৪] প্রতিবছর মাদরাসাটি বোর্ড ও বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রাখে। ২০২০ সালে জেডেসিতে ১০০%, দাখিলে প্রায় ৫৩.১৩% এবং আলিমে ১০০% পাশ করে। ২০২১ সালে দাখিলে ৮৮.২৪% এবং আলিমে ৯৮.৪৪% জন পাশ করে।[১]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "TARAGANJ SE. FAZIL MADRASAH"127971.ebmeb.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৫-২৭ 
  2. "Taragonj W/e Fazil Madrasha - Sohopathi | সহপাঠী" (ইংরেজি ভাষায়)। ২০১৭-০৭-০২। সংগ্রহের তারিখ ২০২২-০৫-২৭ 
  3. "তারাগঞ্জ উপজেলা"taragonj.rangpur.gov.bd (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৫-২৭ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  4. "গভর্নিং বডি – রংপুর – Islamic Arabic University"iau.edu.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৫-২৭