তামলি রাজার বাড়ি
তামলি রাজার বাড়ি বাংলাদেশ এর রাজশাহী জেলার পবা উপজেলার বড়গাছী নামক এলাকায় অবস্থিত এক ঐতিহাসিক জমিদার বাড়ি।[১]
তামলি রাজার বাড়ি | |
---|---|
সাধারণ তথ্যাবলী | |
ধরন | বাসস্থান |
অবস্থান | পবা উপজেলা |
শহর | পবা উপজেলা, রাজশাহী জেলা |
দেশ | বাংলাদেশ |
উন্মুক্ত হয়েছে | আনুমানিক ১৭০০ শতকে |
স্বত্বাধিকারী | অজানা |
কারিগরি বিবরণ | |
উপাদান | ইট, সুরকি ও রড |
ইতিহাস
সম্পাদনাকে এই জমিদার বংশের গোড়াপত্তনকারী তার সঠিক তথ্য জানা যায়নি। তবে আনুমানিক ৩০০ বছর পূর্বে এই জমিদার বংশ বা বাড়িটি প্রতিষ্ঠিত হয়েছে বলে ধারণা করা হয়। বর্তমানে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা এই জমিদার বংশের সব সম্পত্তি ভোগদখলে রয়েছেন।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Welle (www.dw.com), Deutsche। "রাজশাহীর তামলি রাজার বাড়ি৷ বাংলার মুখ | DW | 25.05.2015"। DW.COM। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-২৭।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |