তামলি রাজার বাড়ি

তামলি রাজার বাড়ি বাংলাদেশ এর রাজশাহী জেলার পবা উপজেলার বড়গাছী নামক এলাকায় অবস্থিত এক ঐতিহাসিক জমিদার বাড়ি[১]

তামলি রাজার বাড়ি
সাধারণ তথ্য
ধরনবাসস্থান
অবস্থানপবা উপজেলা
শহরপবা উপজেলা, রাজশাহী জেলা
দেশবাংলাদেশ
খোলা হয়েছেআনুমানিক ১৭০০ শতকে
স্বত্বাধিকারীঅজানা
কারিগরী বিবরণ
পদার্থইট, সুরকি ও রড

ইতিহাসসম্পাদনা

কে এই জমিদার বংশের গোড়াপত্তনকারী তার সঠিক তথ্য জানা যায়নি। তবে আনুমানিক ৩০০ বছর পূর্বে এই জমিদার বংশ বা বাড়িটি প্রতিষ্ঠিত হয়েছে বলে ধারণা করা হয়। বর্তমানে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা এই জমিদার বংশের সব সম্পত্তি ভোগদখলে রয়েছেন।

তথ্যসূত্রসম্পাদনা

  1. Welle (www.dw.com), Deutsche। "রাজশাহীর তামলি রাজার বাড়ি৷ বাংলার মুখ | DW | 25.05.2015"DW.COM। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-২৭