তানযীমুল উম্মাহ হিফজ মাদ্রাসা
তানযীমুল উম্মাহ হিফজ মাদ্রাসা হলো সেচ্ছাসেবী প্রতিষ্ঠান তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন কর্তৃক প্রতিষ্ঠিত একটি হাফেজিয়া মাদ্রাসা।[১] এই মাদ্রাসার মূল ক্যাম্পাস ঢাকার উত্তরায় অবস্থিত হলেও এটির স্থায়ী ক্যাম্পাস ঢাকার আশুলিয়ায় অবস্থিত। তানযীমুল উম্মাহ ১৯৯৯ সালে তাদের হাফেজি মাদ্রাসা কার্যক্রম শুরু করে। তবে বর্তমানে এই মাদ্রাসার আওতায় সারাদেশে ২৮টি হেফজ শাখা রয়েছে, যা তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত হয়ে থাকে।[২] এই মাদ্রাসার মাতৃ সংগঠন শিক্ষার্থীদের জন্য মাদ্রাসায় নিয়মিত হিফজুল কুরআন অ্যাওয়ার্ড ও কুরআন উৎসব আয়োজন করে থাকে, যা সারাদেশে বেশ জনপ্রিয়।[৩][৪] এই মাদ্রাসার শিক্ষার্থীরা আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতায় উল্লেখযোগ্য স্বাক্ষর রেখেছে।[৫] এই প্রতিষ্ঠানের প্রধানের দায়িত্ব পালন করে তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান, বর্তমানে এই চেয়ারম্যানের দায়িত্বে রয়েছে হাবীবুল্লাহ মুহাম্মাদ ইকবাল।[১]
ধরন | হাফেজিয়া মাদ্রাসা |
---|---|
স্থাপিত | ১৯৯৯ |
প্রতিষ্ঠাতা | তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন |
মূল প্রতিষ্ঠান | তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন |
ধর্মীয় অধিভুক্তি | ইসলাম |
মহাপরিচালক | হাবীবুল্লাহ মুহাম্মাদ ইকবাল |
অবস্থান | ঢাকাসহ সারা দেশ |
শিক্ষাঙ্গন | শহর |
শাখাসমূহ
সম্পাদনাতানযীমুল উম্মাহ হিফজ মাদ্রাসা উত্তরার শাখা বিস্তৃত হয়ে সারাদেশে ছড়িয়ে পরেছে। বর্তমানে এই মাদ্রাসার শাখার সংখ্যা প্রায় ২৮টি। শাখাসমূহ:
- তানযীমুল উম্মাহ হিফজ মাদ্রাসা, আশুলিয়া (স্থায়ী ক্যাম্পাস)।
- তানযীমুল উম্মাহ হিফজ মাদ্রাসা, উত্তরা (১৪ নং সেক্টর)।
- তানযীমুল উম্মাহ হিফজ মাদ্রাসা, (উত্তরা ১৪ নং সেক্টর, অনাবাসিক শাখা)।
- তানযীমুল উম্মাহ হিফজ মাদ্রাসা, (উত্তরা ১৪ নং সেক্টর, আতফাল শাখা)।
- তানযীমুল উম্মাহ হিফজ মাদ্রাসা (উত্তরা (১৯ নং সেক্টর, আল আরকাম শাখা)।
- তানযীমুল উম্মাহ হিফজ মাদ্রাসা, মিরপুর শাখা।
- তানযীমুল উম্মাহ হিফজ মাদ্রাসা, মোহাম্মাদপুর শাখা।
- তানযীমুল উম্মাহ হিফজ মাদ্রাসা, সাইনবোর্ড শাখা, ডেমরা ঢাকা।
- তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা, চিটাগাংরোড শাখা, ঢাকা।
- তানযীমুল উম্মাহ হিফজ মাদ্রাসা, বরিশাল শাখা।
- তানযীমুল উম্মাহ হিফজ মাদ্রাসা, চান্দগাঁও চট্টগ্রাম শাখা।
- তানযীমুল উম্মাহ হিফজ মাদ্রাসা, হালিশহর চট্টগ্রাম শাখা।[৪]
- তানযীমুল উম্মাহ হিফজ মাদ্রাসা, পাহাড়তলি চট্টগ্রাম শাখা।
- তানযীমুল উম্মাহ হিফজ মাদ্রাসা, কক্সবাজার শাখা।[৬]
- তানযীমুল উম্মাহ হিফজ মাদ্রাসা, ফেনী শাখা।
- তানযীমুল উম্মাহ হিফজ মাদ্রাসা, যশোর শাখা।
- তানযীমুল উম্মাহ হিফজ মাদ্রাসা, লক্ষ্মীপুর শাখা।
- তানযীমুল উম্মাহ হিফজ মাদ্রাসা, ময়মনসিংহ শাখা।[৭]
- তানযীমুল উম্মাহ হিফজ মাদ্রাসা, নোয়াখালী শাখা।
- তানযীমুল উম্মাহ হিফজ মাদ্রাসা, নারায়ণগঞ্জ শাখা।
- তানযীমুল উম্মাহ হিফজ মাদ্রাসা, খুলনা শাখা।
- তানযীমুল উম্মাহ হিফজ মাদ্রাসা, গাজীপুর শাখা।
- তানযীমুল উম্মাহ হিফজ মাদ্রাসা, দক্ষিণখান ঢাকা শাখা
- তানযীমুল উম্মাহ হিফজ মাদ্রাসা, বগুড়া শাখা।
- তানযীমুল উম্মাহ হিফজ মাদ্রাসা, চন্দ্রিমা রাজশাহী শাখা।
- তানযীমুল উম্মাহ হিফজ মাদ্রাসা, রাজশাহী ক্যান্টনমেন্ট।
- তানযীমুল উম্মাহ হিফজ মাদ্রাসা, পিরোজপুর শাখা।
- তানযীমুল উম্মাহ হিফজ মাদ্রাসা, রংপুর শাখা।
- তানযীমুল উম্মাহ হিফজ মাদ্রাসা, টাঙ্গাইল শাখা।
উল্লেখযোগ্য ব্যক্তি
সম্পাদনা- হাফেজ ইয়াকুব - কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা ৫ম স্থান।[৫]
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "তানযীমুল উম্মাহ ইন্টারন্যাশনাল হিফজ শাখা উদ্বোধন"। banglanews24.com। ২০১৮-০১-০২। সংগ্রহের তারিখ ২০২২-০৯-৩০।
- ↑ "Hifz Madrasah | Tanzimul Ummah Foundation - Leading Madrasha in Bangladesh"। www.tanzimulummah.org। সংগ্রহের তারিখ ২০২২-০৯-৩০।
- ↑ "খুলনায় হিফজুল কোরআন অ্যাওয়ার্ড-কোরআন উৎসব"। banglanews24.com। ২০২২-০৪-২০। সংগ্রহের তারিখ ২০২২-০৯-৩০।
- ↑ ক খ "চট্টগ্রামে বাবা-মাসহ ২৩৯ কুরআনের হাফেজকে সংবর্ধনা"। মানবজমিন। সংগ্রহের তারিখ ২০২২-০৯-৩০।
- ↑ ক খ "বিশ্বজয় করেছে দেশের যেসব ক্ষুদে হাফেজ"। Bangladesh Journal Online। সংগ্রহের তারিখ ২০২২-০৯-৩০।
- ↑ আজাদ, কামাল হোসেন। "কক্সবাজার তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা"। দৈনিক সংগ্রাম। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০২২।
- ↑ "১১ মাসে কুরআনে হাফেজ রাফী"। Jugantor (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৯-৩০।