তানভীর তারেক

বাংলাদেশী সঙ্গীত পরিচালক ও সুরকার

তানভীর তারেক একজন বাংলাদেশী সুরকার ও সঙ্গীতশিল্পী। তিনি মায়া: দ্য লস্ট মাদার চলচ্চিত্রের "আমার মায়ের আঁচল" গানের সুরায়োজনের জন্য শ্রেষ্ঠ সুরকার বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।[১]

তানভীর তারেক
পেশাসঙ্গীতজ্ঞ, উপস্থাপক
কর্মজীবন২০০৩-বর্তমান
দাম্পত্য সঙ্গীঅনিমা রায়
পুরস্কারশ্রেষ্ঠ সুরকার বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার (২০২০)

কর্মজীবন সম্পাদনা

তারেক ২০০৩ সাল থেকে গান রচনা ও সুরায়োজনের সাথে জড়িত। ২০০৮ সালে তার গীত, সুর ও সঙ্গীতে আইয়ুব বাচ্চুফাহমিদা নবী "তোমার জন্য ভালোবাসা" গানে কণ্ঠ দেন। ১০ বছর পর ২০১৮ সালে তিনি নিজে এবং নাজু আখন্দ একই গানের কিছুটা পরিবর্তিত সুরে এই গানে কণ্ঠ দেন। সেলিব্রেটি সাউন্ডল্যাব স্টুডিওতে গানটি ধারণ করা হয়। আনজাম মাসুদের ম্যাগাজিন অনুষ্ঠান পরিবর্তন-এর জন্য গানটি ধারণ করা হয়।[২][৩]

২০১৩ সালে তারেকের সঙ্গীতায়োজনে "তোমাকে ভাবতে পারি বলে" গানে কণ্ঠ দেন দিপু ও ঝিলিক। গানটি লিখেছেন শামিমা জামান।[৪] তিনি মায়া: দ্য লস্ট মাদার চলচ্চিত্রের গানের সুরায়োজন করেন। এই চলচ্চিত্রের "আমার মায়ের আঁচল" গানের জন্য তিনি শ্রেষ্ঠ সুরকার বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।[৫]

২০২০ সালের মে মাসে তার সুরে প্রকাশিত হয় সুবীর নন্দীর মরণোত্তর প্রথম গান "দূরের মানুষ"। গানটি লিখেছেন কবির বকুল[৬]

তিনি এটিএন নিউজের মধ্যরাতের শো ইয়াং নাইট লাভবক্স উপস্থাপনা করেন।[৭]

পুরস্কার সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ সুরকার হিসেবে পুরস্কৃত তানভীর তারেক | বিনোদন"দৈনিক ইত্তেফাক। ৩ ডিসেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ৪ ডিসেম্বর ২০২০ 
  2. "নিজের গানের রিমেক নিয়ে পরিবর্তনে তানভীর তারেক"জাগো নিউজ। ৭ জানুয়ারি ২০১৮। সংগ্রহের তারিখ ৪ ডিসেম্বর ২০২০ 
  3. "১০ বছর পর নিজের গানের রিমেক করলেন তানভীর তারেক"দৈনিক ইনকিলাব। ৮ জানুয়ারি ২০১৮। সংগ্রহের তারিখ ৪ ডিসেম্বর ২০২০ 
  4. "তানভীর তারেকের সঙ্গীতায়োজনে দিপু ও ঝিলিক"বাংলানিউজটোয়েন্টিফোর.কম। মে ৭, ২০১৩। সংগ্রহের তারিখ ৪ ডিসেম্বর ২০২০ 
  5. "'জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৯' জয়ী যারা"বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ৩ ডিসেম্বর ২০২০। ১৬ জানুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ ডিসেম্বর ২০২০ 
  6. "সুবীর নন্দীর আনরিলিজ ট্র্র্যাক 'দূরের মানুষ'"সারাবাংলা.নেট। ২০ মে ২০২০। সংগ্রহের তারিখ ৪ ডিসেম্বর ২০২০ 
  7. "ঈদস্পেশাল লাভবক্স"সারাবাংলা.নেট। ১০ আগস্ট ২০১৯। সংগ্রহের তারিখ ৪ ডিসেম্বর ২০২০