তাজিকিস্তানের ধর্ম

মধ্য এশিয়া অঞ্চলের সবচেয়ে প্রভাবশালী ধর্ম হল ইসলাম। আর এ অঞ্চলে ইসলাম আসে ৭ম শতকে, আরবদের মাধ্যমে। সে সময় থেকেই ইসলাম হয়ে ওঠে তাজিক সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ।

তাজিকিস্তানের ধর্ম

  ধার্মিক নয় (১.১%)
  অন্যান্য ধর্ম (০.৩%)
ইসফারা'র একটি মসজিদ

তাজিকিস্তান একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র।[১] সোভিয়েত যুগে ধর্ম পালনে বিধি নিষেধ থাকলেও সোভিয়েত পরবর্তী সময়ে এ দেশে ধর্মীয় কর্মকাণ্ড বৃদ্ধি পেয়েছে।

তাজিকিস্তানের অধিকাংশ মানুষ মুসলিম। আর মুসলিমদের বেশির ভাগই ইসলামের সুন্নি শাখার অনুসারী। তবে কিছু মুসলিম শিয়া ইসলাম পালন করে থাকে।

ইসলাম সম্পাদনা

অন্যান্য ধর্ম সম্পাদনা

ধর্মীয় স্বাধীনতা সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা