তাকপা হ'ল মনপা জনগণের একটি ভাষাগত উত্তর উপ-গোষ্ঠী, অন্যদিকে দক্ষিণ উপ-গোষ্ঠীকে শানগ্লা হিসাবে চিহ্নিত করা হয়। তাকপা গোষ্ঠীর মনপা অরুণাচল প্রদেশের তাওয়াং এবং দিরাং, তিব্বতের কুওনা এবং ভুটানের ট্রাশিগাং-এ পাওয়া যায়। [১]

তথ্যসূত্র সম্পাদনা

  1. George van Driem (২০০১)। Languages of the Himalayas Volume 2। BRILL। পৃষ্ঠা 915–6। আইএসবিএন 90-04-10390-2 

বহিঃসংযোগ সম্পাদনা