তাইনা এলিজাবেথ এল্‌গ (জন্ম: ৯ মার্চ ১৯৩০) একজন ফিনীয়-মার্কিন অভিনেত্রী ও নৃত্যশিল্পী। তিনি ১৯৫৭ সালে বর্ষসেরা নতুন বিদেশি তারকা অভিনেত্রী বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার অর্জন করেন[১] এবং পরের বছর সঙ্গীতধর্মী-হাস্যরসাত্মক লে গার্লস (১৯৫৭)-এ অভিনয়ের জন্য তার সহশিল্পী কে কেন্ডলের সাথে যৌথভাবে সঙ্গীতধর্মী বা হাস্যরসাত্মক চলচ্চিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার অর্জন করেন।[২]

তাইনা এল্‌গ
২০১২ সালে মিডনাইট সান ফিল্মে এল্‌গ
জন্ম
Taina Elisabeth Elg

(1930-03-09) ৯ মার্চ ১৯৩০ (বয়স ৯৪)
নাগরিকত্বমার্কিন যুক্তরাষ্ট্র
পেশাঅভিনেত্রী, নৃত্যশিল্পী
কর্মজীবন১৯৪১-২০০৬
দাম্পত্য সঙ্গী
  • কার্ল-গুস্তাভ বিয়োর্কেনহাইম
    (বি. ১৯৫৩; বিচ্ছেদ. ১৯৬০)
  • রোকো কাপোরেল
    (বি. ১৯৮৫; মৃ. ২০০৮)
সন্তানরাউল বিয়োর্কেনহাইম

১৯৫৮ সালে তিনি সেরা নতুন নারী ব্যক্তিত্ব হিসেবে লরেল পুরস্কারের জন্য মনোনীত হন। ১৯৫৯ সালে তিনি কেনেথ মোরের সাথে দ্য থার্টি নাইট স্টেপস চলচ্চিত্রে অভিনয় করেন। ১৯৭৫ সালে তিনি হোয়্যারস চার্লি? নাটকে ডোনা লুসিয়া ডালভাদোরেজ চরিত্রে অভিনয় করে টনি পুরস্কারের মনোনয়ন লাভ করেন। এছাড়া তিনি ব্রডওয়ে মৌলিক নাটক নাইন-এ গুইদো কন্তিনির মায়ের চরিত্রে অভিনয় করেন। তিনি ১৯৮০ সালে সিবিএসের দীবাকালীন নাট্যধর্মী সোপ অপেরা গাইডিং লাইট-এ ডক্টর ইংরিড ফিশার চরিত্রে এবং ১৯৮০-১৯৮২ সালে এবিসির সোপ অপেরা ওয়ান লাইফ টু লাইভ-এ অ্যাসা বুকানানের প্রথম স্ত্রী অলিম্পিয়া বুকানান চরিত্রে অভিনয় করেন।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "THE 14TH ANNUAL GOLDEN GLOBE AWARDS (1957)"গোল্ডেন গ্লোবস। ২০১২-০৩-০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ জানুয়ারি ২০২৪ 
  2. "Interview with a Finnish-American acting legend, Taina Elg"ফিনল্যান্ড সেন্টার ফাউন্ডেশন (ইংরেজি ভাষায়)। ১৯ সেপ্টেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ২৬ জানুয়ারি ২০২৪ 

বহিঃসংযোগ সম্পাদনা