তরণ আদর্শ (হিন্দি: तरण आदर्श; জন্ম ১৩ জুন ১৯৬৫) হলেন একজন ভারতীয় চলচ্চিত্র সমালোচক, সাংবাদিক, সম্পাদক এবং চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষক। তিনি বি কে আদর্শের ছেলে। তিনি টুইটারে চলচ্চিত্র সংক্রান্ত খবর এবং বক্স অফিসের হালনাগাদকৃত তথ্য প্রদানের জন্য সুপরিচিত।

তরণ আদর্শ
तरण आदर्श
জন্ম (1965-06-13) ১৩ জুন ১৯৬৫ (বয়স ৫৯)
দিল্লি, ভারত
পেশাচলচ্চিত্র সমালোচক ও বাণিজ্য বিশ্লেষক
কর্মজীবন১৯৮১–বর্তমান

কর্মজীবন

সম্পাদনা

তরণ আদর্শ ১৫ বছর বয়সে তার কর্মজীবন শুরু করেন ট্রেড গাইডের সম্পাদক হিসেবে।[] ১৯৯৪ সালে তারান আদর্শ বলিউড চলচ্চিত্র ভিত্তিক টিভি সিরিয়াল হ্যালো বলিউড প্রযোজনা করেন যেটিতে অভিনয় করেছিলেন শেহজাদ খান এবং কাশ্মীরা শাহ । তিনি তখনও ট্রেড গাইড এর সাথে যুক্ত ছিলেন। তিনি বর্তমানে বলিউড সংক্রান্ত ওয়েবসাইট বলিউড হাঙ্গামার সাথে সম্পৃক্ত।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Bollywood Hungama News Network (৪ মার্চ ২০০৮)। "Taare Zameen Par is the best film of 2007 – Taran Adarsh"Bollywood Hungama। ৮ মার্চ ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ মার্চ ২০০৮ 

বহিঃসংযোগ

সম্পাদনা