ঢাকা পপ কালচার এক্সপো

ঢাকা পপ কালচার এক্সপো হলো বাংলাদেশের রাজধানী ঢাকায় অনুষ্ঠিত কমিক বই, চলচ্চিত্র, টিভি, অ্যানিমে এবং ভিডিও গেম অনুরাগীদের জন্য অনুষ্ঠিত একটি সম্মেলন। প্রথম অনুষ্ঠানটি ২০১৩ সালের ৩০-৩১ আগস্ট শুক্রবার এবং শনিবার ঢাকার বারিধারা ডিওএইচএস কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়;[১] এতে ২,০০০ জন অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।[তথ্যসূত্র প্রয়োজন] ২০১৪ সালের এক্সপোটি ২৪-২৫ জুন ঢাকার জাতীয় শ্যুটিং ফেডারেশন হলে অনুষ্ঠিত হয়।[২] তৃতীয় সংস্করণটি ২০১৫ সালের ৩১ জুলাই ও ১ আগস্ট অনুষ্ঠিত হয়।[৩][৪] পরের এক্সপো যথাক্রমে ২০১৬ সালের জুলাইতে,[৫] এবং ২০১৭ সালের জুনে অনুষ্ঠিত হয়।[৬]

পটভূমি সম্পাদনা

কমিক-কন এবং পপ এক্সপোগুলি মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া এবং জাপানে জনপ্রিয়।

২০১২ সালে ঢাকা কমিকন প্রথম অনুষ্ঠিত হয়। এর ধারাবাহিকতায় পরের বছর ঢাকা পপ কালচার এক্সপো,[৭] এবং তার পরের বছর আনম্যাড-জেসিসি কমিক কন আয়োজন করা করা।[৮]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "At Pop Culture Expo, comic lovers dress in costume"ঢাকা ট্রিবিউন (ইংরেজি ভাষায়)। ৩১ আগস্ট ২০১৩। 
  2. নদী, সেঁজুতি শোণিমা। "পপ এক্সপোতে একচক্কর"bdnews24.com। ১৩ মে ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ মে ২০২৩ 
  3. "Cosplayers Brave Bad Weather"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ৬ আগস্ট ২০১৫। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১৫ 
  4. "Dhaka Pop Culture Expo 2015 Held"দ্য ইনডিপেন্ডেন্ট (ইংরেজি ভাষায়)। ৬ আগস্ট ২০১৫। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১৫ 
  5. "Cosplay takes precedence at Dhaka Pop Culture Expo 2016"প্রথম আলো (ইংরেজি ভাষায়)। ১৬ জুলাই ২০১৬। 
  6. "Cosplayers Use Costumes To Unleash Their Superpowers"ডেইলি সান (ইংরেজি ভাষায়)। ১ জুন ২০১৭। 
  7. "Dhaka Pop Culture Adventure"ডেইলি সান (ইংরেজি ভাষায়)। ২ সেপ্টেম্বর ২০১৩। ২২ মে ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  8. Hossain, Shahadat (৭ নভেম্বর ২০১৩)। "UNMAD-JCC COMIC CON Dhaka 2013: What's it all about?"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)।