ড্রামা ফুটবল ক্লাব অ্যাসোসিয়েশন

ড্রামা ফুটবল ক্লাব অ্যাসোসিয়েশন (গ্রিক: Ένωση Ποδοσφαιρικών Σωματείων Δράμας, ইংরেজি: Drama Football Clubs Association; এছাড়াও সংক্ষেপে ইপিএসডি নামে পরিচিত) হচ্ছে গ্রিসের ড্রামার ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।[১] এই সংস্থাটি ১৯৬৩ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটি এখন পর্যন্ত ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করেনি, এর পাশাপাশি প্রতিষ্ঠার বছরেই সংস্থাটি এইচএফএফের সদস্যপদ লাভ করে। এই সংস্থার সদর দপ্তর গ্রিসের ড্রামায় অবস্থিত।

ড্রামা ফুটবল ক্লাব অ্যাসোসিয়েশন
এইচএফএফ
প্রতিষ্ঠিত১৯৬৩; ৬১ বছর আগে (1963)
সদর দপ্তরড্রামা, গ্রিস
ফিফা অধিভুক্তিনেই
এইচএফএফ অধিভুক্তি১৯৬৩
সভাপতিগ্রিস গেওর্গিওস চাৎসিরারোগলো
ওয়েবসাইটwww.epsdramas.gr

এই সংস্থাটি এ১ ইপিএসডি, এ২ ইপিএসডি, বিটা ইপিএসডি এবং গামা ইপিএসডির মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে ড্রামা ফুটবল ক্লাব অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করছেন গেওর্গিওস চাৎসিরারোগলো

তথ্যসূত্র সম্পাদনা

  1. ΝΟΜΟΣ ΔΡΑΜΑΣ HFF (গ্রিক)

বহিঃসংযোগ সম্পাদনা