ড্যান ডেইলি
ড্যানিয়েল জেমস ডেইলি জুনিয়র (ইংরেজি: Daniel James Dailey Jr.; ১৪ ডিসেম্বর ১৯১৫ - ১৬ অক্টোবর ১৯৭৮) ছিলেন একজন মার্কিন নৃত্যশিল্পী ও অভিনেতা। তিনি টুয়েন্টিয়েথ সেঞ্চুরি ফক্সের কয়েকটি জনপ্রিয় সঙ্গীতধর্মী চলচ্চিত্রে কাজের জন্য সর্বাধিক পরিচিত, তন্মধ্যে উল্লেখযোগ্য হল মাদার ওর টাইটস (১৯৪৭)। তিনি ফক্সের হোয়েন মাই বেবি স্মাইলস অ্যাট মি (১৯৪৮) চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে অস্কারের মনোনয়ন লাভ করেন এবং হোয়েন উইলি কামস মার্চিং হোম (১৯৫০) চলচ্চিত্রে অভিনয় করে সেরা সঙ্গীতধর্মী বা হাস্যরসাত্মক চলচ্চিত্র অভিনেতা বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কারের মনোনয়ন লাভ করেন। এছাড়া তিনি টেলিভিশন সিটকম দ্য গভর্নর অ্যান্ড জে.জে.-এ অভিনয় করে সেরা সঙ্গীতধর্মী বা হাস্যরসাত্মক টিভি ধারাবাহিক অভিনেতা বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার অর্জন করেন এবং তিনি এই বিভাগের প্রথম পুরস্কারপ্রাপ্ত অভিনেতা।[১]
ড্যান ডেইলি | |
---|---|
Dan Dailey | |
জন্ম | ড্যানিয়েল জেমস ডেইলি জুনিয়র ১৪ ডিসেম্বর ১৯১৫ |
মৃত্যু | ১৬ অক্টোবর ১৯৭৮ লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র | (বয়স ৬২)
পেশা | অভিনেতা, নৃত্যশিল্পী |
কর্মজীবন | ১৯২১-১৯৭৭ |
দাম্পত্য সঙ্গী | এস্থার রোডিয়ার (?-১৯৪১) এলিজাবেথ হোফার্ট (বি. ১৯৪২; বিচ্ছেদ. ১৯৫১) গুয়েন কার্টার ওকনর (বি. ১৯৫৫; বিচ্ছেদ. ১৯৬০) |
সন্তান | ১ |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Dan Dailey"। গোল্ডেন গ্লোব (ইংরেজি ভাষায়)। হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশন। সংগ্রহের তারিখ ১৪ মার্চ ২০১৯।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট ব্রডওয়ে ডেটাবেজে ড্যান ডেইলি (ইংরেজি)
- ইন্টারনেট মুভি ডেটাবেজে ড্যান ডেইলি (ইংরেজি)
- ফাইন্ড এ গ্রেইভে ড্যান ডেইলি (ইংরেজি)