ড্যানিয়েল পিটার "ড্যান" ওহার্লিহি (ইংরেজি: Dan O'Herlihy; ১লা মে ১৯১৯ - ১৭ই ফেব্রুয়ারি ২০০৫) হলেন একজন আইরিশ[১]-মার্কিন চলচ্চিত্র অভিনেতা।[২] তিনি ফেইল সেফ চলচ্চিত্রে ব্রিগেডিয়ার জেনারেল ওয়ারেন এ ব্ল্যাক, হ্যালোউইন থ্রি: সিজন অব দ্য উইচ চলচ্চিত্রে কোনাল ককরান, রবোকপ চলচ্চিত্রে বৃদ্ধ, এবং টুইন পিকস চলচ্চিত্রে অ্যান্ড্রু প্যাকার্ড চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত।[৩] তিনি ১৯৫৪ সালে অ্যাডভেঞ্চার অব রবিনসন ক্রুসো চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে একাডেমি পুরস্কারে মনোনীত হন।

ড্যান ওহার্লিহি
Dan O'Herlihy
১৯৫৬ সালে ওহার্লিহি
জন্ম
ড্যানিয়েল পিটার ওহার্লিহি

(১৯১৯-০৫-০১)১ মে ১৯১৯
মৃত্যুফেব্রুয়ারি ১৭, ২০০৫(2005-02-17) (বয়স ৮৫)
নাগরিকত্বআয়ারল্যান্ড
মার্কিন যুক্তরাষ্ট্র
মাতৃশিক্ষায়তনইউনিভার্সিটি কলেজ ডাবলিন
পেশাঅভিনেতা
কর্মজীবন১৯৪৪–১৯৯৮
রাজনৈতিক দলডেমোক্র্যাট
দাম্পত্য সঙ্গীএলসা বেনেট (বি. ১৯৪৫; মৃ. ২০০৫)
সন্তান

চলচ্চিত্রের তালিকা সম্পাদনা

বছর চলচ্চিত্র ভূমিকা টীকা
১৯৪৭ হাংরি হিল হ্যারি ব্রডিক
১৯৪৭ অড ম্যান আউট নোলান
১৯৪৮ লার্সেনি ডিউক
১৯৫৪ অ্যাডভেঞ্চার অব রবিনসন ক্রুসো রবিনসন ক্রুসো / ক্রুসোর বাবা মনোনীত: শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে একাডেমি পুরস্কার

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Became a naturalized U.S. citizen in 1983"ancestry.com। সংগ্রহের তারিখ ১ মে ২০১৮ 
  2. "Biography"ucd.ie। সংগ্রহের তারিখ ১ মে ২০১৮ 
  3. "The 5 actors twin peaks will be missing when it returns"ইন্ডিওয়্যার। সংগ্রহের তারিখ ১ মে ২০১৮ 

বহিঃসংযোগ সম্পাদনা