ড্যানিয়েল কার্লটন গ্যাজডুসেক

Nobel Prize-winning medical researcher

ড্যানিয়েল কার্লটন গ্যাজডুসেক হাঙ্গেরিয়ান-স্লোভাক-মার্কিন চিকিৎসক। তিনি ১৯৭৬ সালে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন।[১]

ড্যানিয়েল কার্ল্টন গ্যাজডুসেক
Gajdusek in 1997
জন্ম(১৯২৩-০৯-০৯)৯ সেপ্টেম্বর ১৯২৩
মৃত্যু১২ ডিসেম্বর ২০০৮(2008-12-12) (বয়স ৮৫)
জাতীয়তামার্কিন যুক্তরাষ্ট্র
মাতৃশিক্ষায়তনরোচেস্টার বিশ্ববিদ্যালয়
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়
পরিচিতির কারণপ্রিয়ন
পুরস্কারচিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার (১৯৭৬)
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্রচিকিৎসাবিজ্ঞান

জীবনী সম্পাদনা

গ্যাজডুসেক ১৯৪৩ সালে রোচেস্টার বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েট হন। তিনি সেখানে পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান, রসায়ন ও গণিত নিয়ে পড়াশোনা করেন। তিনি ১৯৪৬ সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর অব মেডিসিন ডিগ্রি লাভ করেন। তিনি কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়, ক্যালিফোর্নিয়া ইন্সটিটিউট অফ টেকনোলজি ও হার্ভার্ডে ডক্টরেটোত্তর গবেষণা সম্পন্ন করেন।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Physiology or Medicine 1976 – Press Release"। Nobelprize.org। ১৪ অক্টোবর ১৯৭৬। সংগ্রহের তারিখ ২১ জুলাই ২০১৮ 

বহিঃসংযোগ সম্পাদনা