ডোরেমন: নিউ নোবিতা'স গ্রেট ডেমন—পেকো অ্যান্ড দ্য এক্সপ্লোরেশন পার্টি অফ ফাইভ

জাপানী চলচ্চিত্ৰ

ডোরেমন: নিউ নোবিতা'স গ্রেট ডেমন—পেকো অ্যান্ড দ্য এক্সপ্লোরেশন পার্টি অফ ফাইভ ২০১৪ সালের জাপানি অ্যানিমে চলচ্চিত্র।[১][২] এটি ১৯৮২ সালের ডোরেমন: নোবিতা অ্যান্ড দ্য হান্টস অফ ইভিল চলচ্চিত্রের পুননির্মান।[৩][৪]

ডোরেমন: নিউ নোবিতা'স গ্রেট ডেমন—পেকো অ্যান্ড দ্য এক্সপ্লোরেশন পার্টি অফ ফাইভ
চলচ্চিত্রের প্রেক্ষাগৃহে মুক্তির পোস্টার
পরিচালকশিনোসুকি ইয়াকুয়া
রচয়িতাহিগাশি শিমিজু
শ্রেষ্ঠাংশে
সুরকারকেন সওয়াদা
প্রযোজনা
কোম্পানি
পরিবেশকতোহো
মুক্তি
  • ৮ মার্চ ২০১৪ (2014-03-08) (জাপান)
স্থিতিকাল১০৯ মিনিট
দেশজাপান
ভাষাজাপানি
আয়$ ৩৫.৯ মিলিয়ন

কাহিনীসংক্ষেপ সম্পাদনা

নবিতা বাজারে যাবার সময় মাঠে এক কুকুর ছানা দেখতে পায়। কুকুরটি খুব অসুস্থথ এবং দূর্বল। নবিতা তাকে ঠিক করে। অন্যদিকে জিয়ান ও সুনিও এক দূর্দান্ত ভ্রমনে যাবার জন্য অস্থির হয়ে ওঠে। ডোরেমন তার এক গ্যাজেট এর সাহায্যে ভ্রমনের স্থান নির্বাচন করে। ভ্রমনের স্থান হিসেবে আফ্রিকার এক জায়গা খুজে পায় এবং সেখানে একটি ভাস্কর্য লক্ষ করে। তারা সেখানে যাত্রা করে। একদিনে নানা বিপদে জিয়ান রেগে যাত্রা শেষ করতে চায়। কিন্তু সেই ভাস্কর্যটি তার স্বপ্নে দেখা দেয়। ফলে জিয়ান, সুনিও, শিজুকা, নবিতা, ডোরেমন ও নোবিতার কুকুর ছানা পেকো আবার যাত্রা শুরু করে। এক পর্যায়ে সবাই জানতে পারে যে, পেকো বাওয়াঙ্কোর রাজপুত্র। মন্ত্রী দাবুরান্দা অন্যায়ভাবে পেকোর বাবাকে হত্যা করে এবং রাজ্য দখল করে। কিন্তু ডোরেমন বর্তমান এবং ভবিষ্যৎ থেকে মোট ১০জন মিলে মূর্তিকে জিবিত করে এবং সবাই মিলে রাজ্য জয় করে।

অভিনয়ে সম্পাদনা

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. http://blog.dora-world.com/info/img/d_daimakyo_sp.jpg ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৯ নভেম্বর ২০১৪ তারিখে Official Translation
  2. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২৬ ডিসেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০১৪ 
  3. "2014 Doraemon Film's 1st Trailer Previews Canine Adventure"Anime News Network। জুলাই ১২, ২০১৩। সংগ্রহের তারিখ জুলাই ১২, ২০১৩ 
  4. "2014 Doraemon Remake Film to Open on March 8"Anime News Network। ২০১৩-১০-২৭। সংগ্রহের তারিখ ২০১৩-১০-৩১ 

বহিঃসংযোগ সম্পাদনা