ডোনাল্ড ফ্রান্সিসজেক টাস্ক (পোলীয়: Donald Franciszek Tusk, [ˈdɔnalt franˈt͡ɕiʂɛk ˈtusk] (শুনুন); জন্ম: ২২ এপ্রিল, ১৯৫৭) বিশিষ্ট পোলীয় রাজনীতিবিদ ও ইতিহাসবেত্তা। ১ ডিসেম্বর, ২০১৪ তারিখ থেকে ইউরোপীয় কাউন্সিলের সভাপতির দায়িত্ব পালন করছেন। এরপূর্বে ২০০৭ থেকে ২০১৪ মেয়াদে পোল্যান্ডের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এছাড়াও সিভিক প্লাটফর্মের সহঃ প্রতিষ্ঠাতা ও সভাপতি ডোনাল্ড টাস্ক[১]

ডোনাল্ড টাস্ক
ইউরোপীয় কাউন্সিলের সভাপতি
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
১ ডিসেম্বর, ২০১৪
পূর্বসূরীহেরম্যান ভন রম্পুই
পোল্যান্ডের প্রধানমন্ত্রী
কাজের মেয়াদ
১৬ নভেম্বর, ২০০৭ – ২২ সেপ্টেম্বর, ২০১৪
রাষ্ট্রপতিলিচ কাজিনস্কি
ব্রোনিসল কমোরোস্কি (ভারপ্রাপ্ত)
বোগদান বরসেউইজ (ভারপ্রাপ্ত)
গেগোর্জ সেতাইনা (ভারপ্রাপ্ত)
ব্রোনিসল কমোরোস্কি
ডেপুটিওয়াল্দেমার পলাক
জেগর্জ সেতিয়ানা
জানুজ পাইকোসিনস্কি
জান ভিনসেন্ট-রোস্তোস্কি
জাসেক রোস্তোস্কি
এলজাইতা বাইনোস্কা
পূর্বসূরীজারোসল কাজিনস্কি
উত্তরসূরীইউয়া কোপাজ
সিভিক প্লাটফর্মের নেতা
কাজের মেয়াদ
১ জুন, ২০০৩ – ৮ নভেম্বর, ২০১৪
পূর্বসূরীমাসিয়েজ প্লাজিনস্কি
উত্তরসূরীইউয়া কোপাজ
ব্যক্তিগত বিবরণ
জন্মডোনাল্ড ফ্রান্সিসজেক টাস্ক
(1957-04-22) ২২ এপ্রিল ১৯৫৭ (বয়স ৬৬)
গদান্সক, পোল্যান্ড
রাজনৈতিক দললিবারেল ডেমোক্র্যাটিক কংগ্রেস (১৯৯১-১৯৯৪)
ফ্রিডম ইউনিয়ন (১৯৯৪-২০০১)
সিভিক প্লাটফর্ম (২০০১-বর্তমান)
দাম্পত্য সঙ্গীমালগোরজাতা টাস্ক
সন্তানমাইকেল
কাতারজিনা
প্রাক্তন শিক্ষার্থীগদান্সক বিশ্ববিদ্যালয়
ধর্মরোমান ক্যাথলিক
পুরস্কারঅর্ডার অব দ্য সান অব পেরু রয়্যাল নরওয়েজিয়ান অর্ডার অব মেরিট অর্ডার অব দ্য ক্রস অব টেরা মারিয়ানা
স্বাক্ষর
ইউরোপীয় অর্থনীতির ভবিষ্যৎ সম্পর্কীয় এনবিপি সম্মেলনের দ্বিতীয় বার্ষিকীতে বক্তৃতারত ডোনাল্ড টাস্ক।

প্রারম্ভিক জীবন সম্পাদনা

গদান্সকে জন্মগ্রহণকারী ডোনাল্ড টাস্কের বাবার নামও ডোনাল্ড টাস্ক পেশায় কাঠমিস্ত্রি ছিলেন। মা ইউয়া টাস্ক সেবিকা ছিলেন।[২][৩] টাস্ক পোল্যান্ডের সংখ্যালঘু কাশুবিয়ান গোত্র থেকে এসেছেন। ডিসেম্বর, ২০০৮ সালে ইসরায়েলী সংবাদপত্র হারেৎজে এক স্বাক্ষাৎকারে টাস্ক ইহুদি অভিজ্ঞতার আলোকে নিজ পরিবারের ইতিহাসের সাথে কাশুবিয়ান সংখ্যালঘু গোষ্ঠীর তুলনা করেন। ইহুদিদের ন্যায় সীমান্তবর্তী এলাকায় জন্মগ্রহণকারী ও নাৎসিদের দ্বারা আক্রান্ত এবং কমিউনিস্টদের কাছে অবিশ্বাসী হিসেবে রয়েছে কাশুবিয়ান জনগোষ্ঠী।[৪]

১৯৭৬ সালে গদান্সকের নিকোলাস কোপার্নিকাস ১নং উচ্চ বিদ্যালয় থেকে সনদ লাভ করেন। ১৯৮০ সালে গদান্সক বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিষয়ে স্নাতকধারী হন। এরপর অধ্যাপক রোমান ওয়াপিনস্কির অধীনে এমএ শ্রেণীতে জোজেফ পিটসাডস্কির উপর অভিসন্দর্ভ রচনা করেন। টাস্ক জার্মান ও ইংরেজি ভাষায় কথা বলতে পারেন।[৫]

রাজনৈতিক জীবন সম্পাদনা

নিজ শহর গদান্সকে আন্দোলনকর্মী হিসেবে জনসম্পৃক্ততায় অগ্রসর হন। সলিডারিটির স্বপক্ষে অবস্থান করেন ও নিজের অনুসারী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে সংগঠিত করেন।

১৯৯১ সালে পোলীয় সংসদ থার্ড রিপাবলিক সেইমে প্রথমবারের মতো যোগ দেন। ১৯৯১ সালের নির্বাচনে কেএলডি ৮% আসন লাভ করে ও সেইমে ৩৭ আসন নিয়ে প্রতিনিধিত্ব করে। দলের প্রধান রাজনৈতিক প্রচারণা ছিল 'ডানপন্থী নয়, বামপন্থী নয়, সোজা ইউরোপপন্থী'। টাস্ক দলের অন্যতম সদস্য ছিলেন ও তৃতীয় পোলীয় প্রজাতন্ত্রের প্রথম সেইমে সদস্য হন। এরপর একবার বাদে ধারাবাহিকভাবে এতে সম্পৃক্ত থাকেন। ১৯৯৭ থেকে ২০০১ পর্যন্ত সিনেটে ভাইস মার্শাল বা ডেপুটি স্পিকার এবং ২০০১ থেকে ২০০৫ পর্যন্ত সেইমে ভাইস মার্শালের দায়িত্বে পালন করেন।

৯ নভেম্বর, ২০০৭ তারিখে তিনি আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীরূপে ঘোষিত হন। ১৬ নভেম্বর তারিখে দায়িত্ব গ্রহণ করেন তিনি।[৬] ২৪ নভেম্বর, ২০০৭ তারিখে সেইমে তার মন্ত্রিপরিষদ আস্থাসূচক ভোট লাভ করে। অক্টোবর, ২০১১ সালে টাস্কের সিভিক প্লাটফর্ম পোলীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। এরফলে পোল্যান্ডে সমাজতন্ত্রের পতনের পর প্রথম প্রধানমন্ত্রীরূপে পুণঃনির্বাচিত হন তিনি।[৭]

৩০ আগস্ট, ২০১৪ তারিখে ইউরোপীয় ইউনিয়ন কাউন্সিলের সভায় সিদ্ধান্ত নেয়া হয় যে, ইউরোপীয় ইউনিয়নের পরবর্তী সভাপতি হিসেবে টাস্ক দায়িত্ব পালন করবেন।[১][৮][৯] ফলশ্রুতিতে প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করেন তিনি। তৃতীয় পোলীয় প্রজাতন্ত্রের সর্বাপেক্ষা দীর্ঘকালীন প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন।[১০]

ব্যক্তিগত জীবন সম্পাদনা

ব্যক্তিগত জীবনে বিবাহিত টাস্ক মালগোরজাতার সাথে পরিণয়সূত্রে আবদ্ধ হন। এ দম্পতির মাইকেল নামের এক পুত্র ও কাতারজিনা নাম্নী এক কন্যা রয়েছে। গানস্কের কাছাকাছি সোপটে তারা বসবাস করছেন।

সাবলীলভাবে জার্মান ভাষা ব্যবহারে পারদর্শিতা দেখালেও ইংরেজিতে তার ক্ষাণিকটা দূর্বলতা রয়েছে।[১১] তবে তিনি ফরাসী ভাষা জানেন না।[১২] অন্যান্য উৎস থেকে জানা যায়, ইংরেজিতে তার দক্ষতা কিছুটা ভালো যা ১৯ ডিসেম্বর, ২০১৪ তারিখে ব্রাসেলসে অনুষ্ঠিত ইইউ সম্মেলনের বক্তৃতায় দেখা গেছে।[১৩]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Italy's Mogherini and Poland's Tusk get top EU jobs"। ৩০ আগস্ট ২০১৪। ৩১ আগস্ট ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০১৪ 
  2. "Zmarła matka premiera Donalda Tuska"Wiadomosci। ৭ এপ্রিল ২০০৯। ১৮ সেপ্টেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ মার্চ ২০১০ 
  3. Death of Ewa Tusk ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৭ জানুয়ারি ২০১৬ তারিখে, polska.newsweek.pl; accessed 4 November 2014.
  4. "Polish PM: There is no Polish culture without Jewish culture"Haaretz। ১০ ফেব্রুয়ারি ২০১০। ৩ ডিসেম্বর ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ এপ্রিল ২০১০ 
  5. "Interview: Will A Tusk Presidency Help EU Look East?"Radio Free Europe। ২০১৪-০৮-৩০। সংগ্রহের তারিখ ২০১৫-০৭-২৮ 
  6. "Tusk takes over as PM"Polskie Radio। ১৬ অক্টোবর ২০০৭। ২ অক্টোবর ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ এপ্রিল ২০১০ 
  7. "PSL want to continue coalition in next year's general election"Polskie Radio। ১৮ নভেম্বর ২০১০। সংগ্রহের তারিখ ২০ ডিসেম্বর ২০১০ 
  8. "Special meeting of the European Council"। European Council। ৩০ আগস্ট ২০১৪। ২৭ আগস্ট ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ আগস্ট ২০১৪ 
  9. Bruno Waterfield (৩০ আগস্ট ২০১৪)। "David Cameron scores EU victory as Polish ally named new European president"The Telegraph। ৩১ আগস্ট ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ আগস্ট ২০১৪ 
  10. "Tusk: I handed in the papers. The President will look into the resignation on Thursday, 14.00"TVN24 (পোলিশ ভাষায়)। ৯ সেপ্টেম্বর ২০১৪। ১০ সেপ্টেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ সেপ্টেম্বর ২০১৪ 
  11. "Donald Tusk - Ein EU-Ratspräsident aus dem früheren Ostblock"। ৩০ আগস্ট ২০১৪। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১৫ 
  12. Ian Traynor (২৯ আগস্ট ২০১৪)। "Polish prime minister Donald Tusk expected to become top EU official"। ৩০ আগস্ট ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০১৪ 
  13. "Interview: Will A Tusk Presidency Help EU Look East?"। ৩০ আগস্ট ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ সেপ্টেম্বর ২০১৪ 

বহিঃসংযোগ সম্পাদনা

রাজনৈতিক দপ্তর
পূর্বসূরী
জারোসল কাজিনস্কি
পোল্যান্ডের প্রধানমন্ত্রী
২০০৭-২০১৪
উত্তরসূরী
ইউয়া কোপাজ
পূর্বসূরী
হেরম্যান ভন রম্পুই
ইউরোপীয় কাউন্সিলের সভাপতি
২০১৪-বর্তমান
নির্ধারিত হয়নি
পার্টির রাজনৈতিক কার্যালয়
পূর্বসূরী
মাসেইজ প্লাজিনস্কি
সিভিক প্লাটফর্মের নেতা
২০০৩-২০১৪
উত্তরসূরী
ইউয়া কোপাজ