ডেরা ইসমাইল খান জেলা
ডেরা ইসমাইল খান (পশতু: ډېره اسماعیل خان ولسوالي, উর্দু: ضلع ڈیره اسماعیل خان, প্রায়শই সংক্ষেপে ডাকা হয়ে থাকে ডি.আই. খান নামে) পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের ডেরা ইসমাইল খান বিভাগের একটি জেলা। জেলাটির রাজধানী শহরের নাম হচ্ছে ডেরা ইসমাইল খান শহর। জেলাটি মোট আয়তন হচ্ছে ৭,৩২৬ কিমি২ (২,৮২৯ মা২) এবং ১৯৯৮ সালের আদমশুমারীর হিসাব অনুযায়ী জনসংখ্যা ছিল প্রায় ৮৫২,৯৯৫ জন।
ডেরা ইসমাইল খান জেলা Dera Ismail Khan District ضلع ڈیره اسماعیل خان | |
---|---|
জেলা | |
![]() ডেরা ইসমাইল খান জেলা | |
দেশ | পাকিস্তান |
প্রদেশ | খাইবার পাখতুনখোয়া |
রাজধানী | ডেরা ইসমাইল খান |
আয়তন | |
• মোট | ৭,৩২৬ বর্গকিমি (২,৮২৯ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১৭)[১] | |
• মোট | ১৬,২৭,১৩২ |
• জনঘনত্ব | ২২০/বর্গকিমি (৫৮০/বর্গমাইল) |
সময় অঞ্চল | পিএসটি (ইউটিসি+৫) |
প্রধান ভাষা | সরাইকি, পশতু |
প্রশাসনসম্পাদনা
জেলাটিতে ৫টি তহসিলে রয়েছে; যার মধ্যে ৪৭টি ইউনিয়ন পরিষদ রয়েছে:[২]
তহসিলের নাম | ইউনিয়নের সংখ্যা |
---|---|
ডেরা ইসমাইল খান | ২১ |
কুলচি | ৪ |
দারাবান | ৪ |
পারোয়া | ৭ |
পাহাড়পুর | ১১ |
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ "DISTRICT WISE CENSUS RESULTS CENSUS 2017" (পিডিএফ)। www.pbscensus.gov.pk। ২০১৭-০৮-২৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৭-১১-০৬।
- ↑ "Tehsils & Unions in the District of D.I. Khan – Government of Pakistan"। ফেব্রুয়ারি ৯, ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ মার্চ ১৪, ২০১৯।