ডুব
২০১৮-এর অর্ণবের একক অ্যালবাম
ডুব অ্যালবামটি অর্ণবের তৃতীয় একক অ্যালবাম। অ্যালবামটি ২০০৮ সালের এপ্রিল মাসে প্রকাশ করা হয়।[১] অ্যালবামটি বেঙ্গল মিউজিক কোম্পানি লিমিটেড-এর অধীনে প্রকাশিত হয়। অ্যালবামটির গানগুলো শান্তিনিকেতনে থাকা কালে রচনা করা হয়।
ডুব | ||||
---|---|---|---|---|
কর্তৃক স্টুডিও অ্যালবাম | ||||
মুক্তির তারিখ | ৩ এপ্রিল ২০০৮[১] | |||
ঘরানা | পরীক্ষামূলক সঙ্গীত | |||
দৈর্ঘ্য | ৬০:৩৩ | |||
সঙ্গীত প্রকাশনী | বেঙ্গল মিউজিক কোম্পানি লিমিটেড | |||
প্রযোজক | শায়ান চৌধুরী অর্ণব | |||
শায়ান চৌধুরী অর্ণব কালক্রম | ||||
|
অ্যালবামটিতে সর্বমোট ১৪ টি গান রয়েছে।
গানের তালিকা
সম্পাদনাসকল গানের সুরকার শায়ান চৌধুরী অর্ণব।
নং. | শিরোনাম | রচয়িতা | দৈর্ঘ্য |
---|---|---|---|
১. | "অনেক দূর" | ২:২২ | |
২. | "স্বপ্ন দেবে ডুব" | ৪:০৪ | |
৩. | "আঁধখানা" | ৩:৫৪ | |
৪. | "ঘর বাহির" | ৪:৪৩ | |
৫. | "লুকিয়ে" | ২:৪৫ | |
৬. | "ঢাকা রাতে" | ৪:২৪ | |
৭. | "আকাশ কালো" | ৪:১১ | |
৮. | "দিক বিদিক" | ৪:৪৮ | |
৯. | "তাঁতী" | ৩:২৫ | |
১০. | "চাই" | ৪:১৫ | |
১১. | "ঘুম" | ৪:৫২ | |
১২. | "রাস্তায়" | শায়ান চৌধুরী অর্ণব | ৪:৩৮ |
১৩. | "ধূসর মেঘ" | ৪:০১ | |
১৪. | "নয়ন তোমারে" | ১০:১১ | |
মোট দৈর্ঘ্য: | ৬০:৩৩ |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "From Strength to Strength"। ৬ অক্টোবর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জুন ২০১৫।