ডিমলা রাণী বৃন্দারাণী সরকারি উচ্চ বিদ্যালয়
(ডিমলা রানী বিন্দা রানী সরকারি উচ্চ বিদ্যালয় থেকে পুনর্নির্দেশিত)
ডিমলা রাণী বৃন্দারাণী সরকারি উচ্চ বিদ্যালয় নীলফামারী জেলার ডিমলা উপজেলার একটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়।[১] এটি ডিমলা আর বি আর স্কুল বা ডিমলা আর বি আর সরকারি উচ্চ বিদ্যালয় নামেও পরিচিত। এটি বর্তমানে একটি বালক উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়টি ১৯১৭ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত হয়। এর বর্তমান প্রধান শিক্ষক হলেন মো: মাহফুজুল হক ।
ডিমলা রাণী বৃন্দারাণী সরকারি উচ্চ বিদ্যালয় ডিমলা আর বি আর স্কুল | |
---|---|
ঠিকানা | |
রংপুর রোড, বাবুরহাট মৌজা , , ৫৩৫০ | |
তথ্য | |
ধরন | সরকারি |
নীতিবাক্য | শিক্ষাই আলো |
প্রতিষ্ঠিত | ১৯১৭ |
বিদ্যালয় বোর্ড | মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, দিনাজপুর |
বিদ্যালয় জেলা | নীলফামারী |
বিভাগ | মাধ্যমিক বিদ্যালয় |
বিদ্যালয় কোড | ১২৪৭৫৫ |
প্রধান শিক্ষক | মোঃ মাহফুজুল হক |
শ্রেণি | ৬ষ্ঠ - ১০ম |
লিঙ্গ | ছেলে |
শিক্ষার্থী সংখ্যা | ৩০০ জন |
ভাষা | বাংলা |
ক্যাম্পাস | শহুরে পরিবেশ |
রং | |
ক্রীড়া | ফুটবল, ক্রিকেট, হ্যান্ডবল, ব্যাডমিন্টন, কাবাডি |
ডাকনাম | আর বি আর |
ওয়েবসাইট | dimlarbr.edu.bd |
ইতিহাস
সম্পাদনাডিমলা রাণী বৃন্দারাণী বিদ্যালয়টি ১৯১৭ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত হয়। ১৯৮৫ খ্রিষ্টাব্দে এটি জাতীয়করণ করা হয়।
ভর্তি প্রক্রিয়া
সম্পাদনাপ্রতি বছর ডিসেম্বর মাসের শেষের দিকে ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তির জন্য ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতো। কিন্তু কোভিড ১৯ পরবর্তী সময় থেকে লটারির মাধ্যমে ভর্তি প্রক্রিয়া পরিচালনা করা হয়।
শিক্ষা কার্যক্রম
সম্পাদনাএখানে বিজ্ঞান ও মানবিক শাখায় শিক্ষার্থী ভর্তি করানো হয়।
সহ-শিক্ষা কার্যক্রম
সম্পাদনা- বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
- সাংস্কৃতিক সংগঠন
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "List of Institutions"। Ministry of Education। সংগ্রহের তারিখ জুলাই ১৫, ২০১৪।
টেমপ্লেট:নীলফামারী জেলার শিক্ষাপ্রতিষ্ঠান
বাংলাদেশের বিদ্যালয় বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |