ডিফারেন্ট টাচ

(ডিফরেন্ট টাচ থেকে পুনর্নির্দেশিত)

ডিফ্‌‍রেন্ট টাচ বাংলাদেশি মেলো ও সফট রক, ফোক ফিউশন আর সেমি ক্ল্যাসিক্যাল ব্যান্ড। ১৯৯০-এর দশকের গোড়ার দিকে খুলনায় ব্যান্ডটি উদ্ভূত হয়। ৯০-দশকের শুরুর দিকে রিলিজ হওয়া ব্যান্ডের প্রথম অ্যালবাম ছিল ডিফরেন্ট টাচ, যেটি ইলেকট্রা ভয়েস থেকে মুক্তি পেয়েছিল। সেই অ্যালবামের "শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে", "দৃষ্টি প্রদীপ জ্বেলে খুঁজেছি তোমায়", "জীবন মাঝি", "আমার ভালোবাসার তানপুরা", "মন কী যে চায়", "কিছু কথা কিছু গান আছে" গানগুলোর জন্য ব্যান্ডটি আলোচিত।[১][২]

ডিফরেন্ট টাচ
উদ্ভবখুলনা, বাংলাদেশ
ধরন
  • মেলো রক
  • সফট রক
  • পপ রক
  • ব্লুজ রক (প্রথম দিকে)
  • ফোক ফিউশন
  • সেমি ক্ল্যাসিক্যাল
কার্যকাল১৯৯০–বর্তমান
লেবেল
সদস্য
  • মেজবাহ রহমান
  • পিয়াল
  • পলাশ
  • নয়ন
প্রাক্তন
সদস্য
  • পান্না
  • মিলন
  • তাসমিন
  • নাইম

ইতিহাস সম্পাদনা

১৯৮৫ সালের মাঝামাঝিতে ব্যান্ডটি প্রতিষ্ঠতি হয়। ব্যান্ডের সদস্যদের মধ্যে রয়েছেন ভোকালিস্ট মেজবাহ রহমান, গিটারিস্ট পিয়াল। ডিফরেন্ট টাচ নামটি ব্যান্ডের সদস্য মেজবাহর দেয়া।[১] ১৯৯৯ সালে ব্যান্ডটির কার্যক্রম থেমে যায়। ব্যাক্তিগত কারনে সদস্যরা দল ত্যাগ করেন।[৩] ১৯৯১ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এক কনসার্টে অংশ নেয় ডিফরেন্ট টাচ।[৪]

ডিসকোগ্রাফি সম্পাদনা

  • ডিফারেন্ট টাচ ১ম খন্ড (১৯৯০)
  • শ্রাবণের মেঘ (১৯৯১)
  • সাজানো পৃথিবী (১৯৯৩)
  • প্রশ্ন (১৯৯৭)

সংকলন অ্যালবাম সম্পাদনা

  • আবেগ (১৯৯৩)

তথ্যসূত্র সম্পাদনা

  1. বিশ্বাস, বোরহান। "এই শ্রাবণে সেই 'ডিফরেন্ট টাচ'"www.bhorerkagoj.com। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-০২ 
  2. প্রতিবেদক, বিনোদন (২০২৩-০৮-০২)। "'শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে' গানটির সৃষ্টি যেভাবে"Prothomalo। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-০২ 
  3. জাহাঙ্গীর, রনি (২৭ এপ্রিল ২০১২)। "'ডিফারেন্ট টাচে'র পুর্নজন্ম"বিবিসি বাংলা। সংগ্রহের তারিখ ৩ আগস্ট ২০২৩ 
  4. প্রতিবেদক, বিনোদন (২০২৩-০৮-০২)। "'শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে' গানটির সৃষ্টি যেভাবে"Prothomalo। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-০২ 

বহিঃসংযোগ সম্পাদনা