ডিডি ত্রিপুরা
ভারতীয় সরকারি টেলিভিশন চ্যানেল
ডিডি ত্রিপুরা হল দূরদর্শনের মালিকানাধীন একটি রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিভিশন চ্যানেল, যা ভারতের ত্রিপুরা রাজ্যে অনুষ্ঠান পরিবেশন করে । এটি ২১ জানুয়ারী ২০২১ পর্যন্ত দূরদর্শন কেন্দ্র আগরতলা নামে পরিচিত ছিল, পরে এটির নাম পরিবর্তন করে বর্তমানের নামটি হয়।[১] এটি সেদিন পুরো দিনের সম্প্রচারও শুরু করেছিল।[২]
ধরন | সম্প্রচার টেলিভিশন নেটওয়ার্ক |
---|---|
দেশ | ভারত |
প্রাপ্যতা | ভারত এবং এশিয়ার কিছু অংশ, চীন ও উপসাগরীয় দেশ। |
প্রধান কার্যালয় | আগরতলা, ত্রিপুরা, ভারত |
মালিকানা | প্রসার ভারতী |
আরম্ভের তারিখ | ১৯৯৪ ("দূরদর্শন কেন্দ্র ত্রিপুরা" নামে) |
প্রাক্তন নাম | দূরদর্শন কেন্দ্র ত্রিপুরা |
অফিসিয়াল ওয়েবসাইট | www.ddkTripura.tv |
আরো দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Doordarshan Kendra Agartala changed to DD Tripura"। www.indigenousherald.com। সংগ্রহের তারিখ ২০২২-০৮-০৭।
- ↑ "DD Tripura starts 24X7 transmission from Jan 21"। Tripuraindia। ২১ জানুয়ারি ২০২১। ৩০ নভেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০২২।