ডিজনি এক্সডি (দক্ষিণ-পূর্ব এশিয়া)
ডিজনি এক্সডি দ্য ওয়াল্ট ডিজনি কোম্পানি (দক্ষিণ-পূর্ব এশিয়া) প্রাইভেট লিমিটেড মালিকানাধীন একটি দক্ষিণ-পূর্ব এশীয় পে টেলিভিশন চ্যানেল এবং যুক্তরাষ্ট্রভিত্তিক ওয়াল্ট ডিজনি টেলিভিশনের ডিজনি ব্র্যান্ডেড টেলিভিশন বিভাগের একটি অংশ ছিল। ২০১৯ সালে ডিজনি এবং ফক্সের অধিগ্রহণের সময় এটি ফক্স নেটওয়ার্কস গ্রুপ এশিয়া প্যাসিফিক দ্বারাও পরিচালিত ছিল। এটি ৬ থেকে ১৫ বছরের শিশুদের লক্ষ্য করেছে।[৩][৬]
ডিজনি এক্সডি | |
---|---|
উদ্বোধন | ১৫ সেপ্টেম্বর ২০১২ (মালয়েশিয়া)[১] ১৬ মার্চ ২০১৩ (সিঙ্গাপুর)[২] ১৯ অক্টোবর ২০১৩ (ইন্দোনেশিয়া এবং থাইল্যান্ড)[৩] ৩১ মে ২০১৪ (ফিলিপাইন)[৪] ২০১৬ (বাংলাদেশ) |
বন্ধ | ১ মার্চ ২০১৯(এসডি ফিড, মালয়েশিয়া)
|
মালিকানা | ফক্স নেটওয়ার্কস গ্রুপ এশিয়া প্যাসিফিক ডিজনি ব্র্যান্ডেড টেলিভিশন (ওয়াল্ট ডিজনি ডাইরেক্ট-টু-কনজিউমার অ্যান্ড ইন্টারন্যাশনাল)[১][৬][৭] |
চিত্রের বিন্যাস | ১০৮০আই এইচডিটিভি |
দেশ |
|
ভাষা | ইংরেজি ইন্দোনেশীয় মালয় তামিল ম্যান্ডারিন চীনা থাই |
প্রচারের স্থান |
|
প্রধান কার্যালয় | স্যান্ডক্রলার, ফিউশনোপলিস ভিউ, সিঙ্গাপুর |
ভ্রাতৃপ্রতিম চ্যানেল(সমূহ) |
|
এটির অনুষ্ঠানসূচীতে রয়ে ছিল মার্ভেল এবং স্টার ওয়ার্স অনুষ্ঠান, পূর্বে ডিজনি চ্যানেলে প্রচারিত অনুষ্ঠানের পুনঃপ্রচার, এবং কিছু অ্যাকশন অনুষ্ঠান। এটি ডিজনি জুনিয়র থেকে কিছু প্রাক-প্রাথমিক অনুষ্ঠানও প্রচারিত করেছে।
ইতিহাস
সম্পাদনাপ্রথমে ডিজনি এক্সডি মালয়েশিয়ায় সম্প্রচার শুরু করে ২০১২ সালের ১৫ সেপ্টেম্বরে।[১] তারপর চ্যানেলটি ২০১৩ সালের ১৬ মার্চে সিঙ্গাপুরে,[২] ২০১৩ সালের ১৯ অক্টোবরে ইন্দোনেশিয়া এবং থাইল্যান্ডে, এবং শেষে ২০১৪ সালের ৩১ মেতে ফিলিপাইনে বিস্তৃত করে।
ডিজনি চ্যানেল এবং ডিজনি এক্সডির ভারতীয় ফিডে কড়া স্থানীয়করণ এবং হিন্দিতে সম্প্রচারের কারণে বাংলাদেশ থেকে বাদ হওয়ার পর[৮] ২০১৬ সালে সেই দেশের কিছু কেবল প্ল্যাটফর্মে ডিজনি এক্সডি এশিয়া উপলব্ধি করা হয়।
২০২০ সালের ১৪ ডিসেম্বরে অ্যাস্ট্রোর রিফ্রেশড কিডস প্যাক এবং ২০২১ সালের ১ জুনে মালয়েশিয়ায় ডিজনি+ হটস্টারের উদ্বোধনের কারণে অ্যাস্ট্রো এবং অ্যাস্ট্রো মালিকানাধীন টিভি প্রোভাইডারে (যেমন এনজয় এবং ক্রিস্টাল-অ্যাস্ট্রো) ডিজনি জুনিয়র এবং ডিজনি চ্যানেল সহ ডিজনি এক্সডি আর উপলব্ধ থাকবেনা ২০২০ সালের ৩১ ডিসেম্বর থেকে। সুতরাং একমাত্র প্রভাব রয়েছে যে ওয়াল্ট ডিজনি কোম্পানি এই অঞ্চলে ডিজনির ব্যবসার পর্যালোচনা অনুসরণ করে একই তারিখ এবং সময়ে দক্ষিণ-পূর্ব এশিয়ায় ডিজনি এক্সডি বন্ধ করবে, ঠিক আগেই এই বিবৃতি দিয়ে অ্যাস্ট্রো নিশ্চিত করেছে সেই তারিখ এবং সময়ে ডিজনি চ্যানেল এবং ডিজনি জুনিয়র বন্ধ করার আগে। যাইহোক দ্য ওয়াল্ট ডিজনি কোম্পানি ঘোষণা করা নি যে ২০২১ নববর্ষের মধ্যরাতে অ্যাস্ট্রো ডিজনি চ্যানেল এবং ডিজনি জুনিয়র বন্ধ করবে।
২০১৯ সালের ২৮ ফেব্রুয়ারিতে ডিজনি এক্সডির মালয়েশীয় ফিড মূল ফিডের মধ্যে একত্রিত করা হয়, সাথে প্রোমোতে সময় এখন সিন/ফিল এর পরিবর্তে মাল/ফিল বলে। অ্যাস্ট্রো, মালয়েশিয়ায় ডিজনি চ্যানেলগুলো বহন করার একমাত্র অপারেটর, ২০১৯ সালের ১ মার্চে ডিজনি এক্সডিকে একটি শুধু এইচডি চ্যানেলে রূপান্তর করে এবং ১৪ মার্চে অ্যাস্ট্রোর তালিকার থেকে ডিজনি এক্সডির এসডি সংস্করণ অপসারণ করা হয়।
ডিজনি এক্সডি হংকং এবং ভিয়েতনামে উপলব্ধ ছিল না, এবং সুতরাং ডিজনি এক্সডির কিছু অনুষ্ঠান ডিজনি চ্যানেল এশিয়ায় প্রচারিত হয়েছিল।
২০২০ সালের ১ জুনে ডিজনি চ্যানেল এবং ডিজনি জুনিয়র সহ ডিজনি এক্সডি সিঙ্গাপুরের সিংটেল এবং স্টারহাবে সম্প্রচার বন্ধ করে। ২০২১ সালের ২৩ ফেব্রুয়ারির থেকে সেই তিনটি চ্যানেলগুলোর অনুষ্ঠানসমূহ ডিজনি+ এ স্থানান্তর করা হয়।[৯]
এই অঞ্চলে ডিজনির বানিজ্যের পর্যালোচনার কারণে ২০২১ সালের ১ জানুয়ারির মধ্যরাত ১:১০ এ ডিজনি এক্সডি সমস্ত কার্যক্রম বন্ধ করে।[১০] ডিজনি এক্সডির অনুষ্ঠানসমূহ ডিজনি চ্যানেল (যা মালয়েশিয়া এবং সিঙ্গাপুরে বন্ধ হয়েও ২০২১ সালের ১ অক্টোবরে এর পুরোপুরি বন্ধের আগে অন্যান্য দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলিতে এবং বাংলাদেশে সম্প্রচার অব্যহত রাখে) ডিজনি+ হটস্টার (ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, এবং থাইল্যান্ডে) এবং ডিজনি+ এ স্থানান্তর হয় (সিঙ্গাপুরে)।[৫]
ফিলিপাইনে এটি মধ্যরাত ২:১৫ তে একটি টেস্টকার্ড দেখিয়েছে। ২০২১ সালের ৪ জানুয়ারিতে সিগনালে এর চ্যানেল জায়গায় মেট্রো চ্যানেল এটিকে প্রতিস্থাপন করে।
মালয়েশিয়ায় এটি মধ্যরাত ১২:০৫ এ একটি গ্রে ম্যাসেজ দেখিয়েছে। ২০২১ সালের ১৫ মার্চে অ্যাস্ট্রোতে এর চ্যানেল জায়গায় অ্যাস্ট্রোর টা-ডাআ! এটিকে প্রতিস্থাপন করে।
অনুষ্ঠানসমূহ
সম্পাদনাএটি দক্ষিণ-পূর্ব এশিয়ার ডিজনি এক্সডি সম্প্রচারিত টেলিভিশন অনুষ্ঠানের তালিকা।
সাবেক অনুষ্ঠানসমূহ
সম্পাদনামূল অ্যানিমেটেড ধারাবাহিক
সম্পাদনা- ওয়ান্ডার ওভার ইয়ান্ডার (১ জানুয়ারি ২০১৮ – অজানা)
- কিক বাটাউস্কি: সাবআর্বান ডেয়ারডেভিল (২০১২–২০১৭; ১০ মে ২০২০; ৬ জুলাই ২০২০ – ৩১ ডিসেম্বর ২০২০)
- গ্র্যাভিটি ফলস (অক্টোবর ২০১২; জুন ২০১৭ – জুন ২০১৯)
- ট্রন: আপরাইজিং
- ডাকটেলস (২১ জানুয়ারি ২০১৮ – অজানা)
- দ্য ৭ডি (২৭ জুলাই ২০২০ – ৩১ ডিসেম্বর ২০২০)
- ফিউচার-ওয়ার্ম (নভেম্বর ২০১৫ – ২৫ ডিসেম্বর ২০১৯)
- পিকল অ্যান্ড পিনাট
- পেন জিরো: পার্ট-টাইম হিরো (২০১৮ – ৩১ ডিসেম্বর ২০২০)
- ফিনিয়েস ও ফার্ব (২০১৩–২০১৮; ২৯ ফেব্রুয়ারি ২০২০; ১ – ২২ জুন ২০২০)
- বিগ হিরো ৬: দ্য সিরিজ (১৩ মে ২০১৮ – ২৫ জুলাই ২০২০)
- বিলি ডিলি'স সুপার-ডুপার সাবটেরেনিয়ান সামার
- মটরসিটি
- মাইলো মার্ফি'স ল (১১ জানুয়ারি – ৩১ ডিসেম্বর ২০২০)
- রাইট নাউ কাপাউ
- র্যান্ডি কানিংহাম: নাইনথ গ্রেড নিনজা
- লেগো স্টার ওয়ার্স: অল-স্টারস
- লেগো স্টার ওয়ার্স: দ্য ফ্রিমেকার অ্যাডভেঞ্চারস
- লেজেন্ড অফ দ্য থ্রি কাবাইয়েরোস
- স্টার ওয়ার্স রেবেলস (৪ অক্টোবর ২০১৪ – ২০১৮)
- স্টার ওয়ার্স রেসিস্টেন্স (১২ অক্টোবর ২০১৮ – ১ মার্চ ২০২০; ৫ জুন ২০২০ – অজানা)
মূল লাইভ-অ্যাকশন ধারাবাহিক
সম্পাদনা- উইজার্ডস অফ ওয়ার্না ওয়াক (৩০ আগস্ট – ৬ সেপ্টেম্বর ২০১৯; ১৪ মার্চ ২০২০ – অজানা)
- ও১১সিই (২০১৮–অজানা)
- ওয়াক দ্য প্র্যাঙ্ক (১০ আগস্ট ২০১৬ – ২৬ জুন ২০১৯; ৬ জুলাই ২০২০ – অজানা)
- কার্বি বাকেটস (১৬ মে ২০১৫ – ২৫ ডিসেম্বর ২০১৯; ৭ জুলাই ২০২০ – অজানা)
- কিকিন' ইট
- ক্র্যাশ অ্যান্ড বার্নস্টাইন
- ক্লাব মিকি মাউস মালয়েশিয়া (১৫ সেপ্টেম্বর ২০১৭; জানুয়ারি ২০১৮ – অজানা; ডিজনি চ্যানেলেও প্রচারিত)
- গেমার'স গাইড টু প্রিটি মাচ এভরিথিং (২৪ মার্চ ২০১৬ – ৩১ অক্টোবর ২০১৯; ৩ জুলাই ২০২০ – অজানা)
- পার্কার প্লেইজ (৬ জুন – ২৭ জুলাই ২০২০; শুধু সিজন ২)
- পেয়ার অফ কিংস
- প্লেয়ার সিলেক্ট (৬ জুন ২০২০ – অজানা)
- মাইটি মেড
- মেক-এক্স৪ (২০১৭ – ২৮ জুন ২০১৯; ৮ জুলাই ২০২০ – অজানা)
- ল্যাব র্যাটস (২০১৩ – ২৫ ডিসেম্বর ২০১৯)
- ল্যাব র্যাটস: এলিট ফোর্স (২০১? – ৩১ অক্টোবর ২০১৯; ২ জুলাই ২০২০ – অজানা)
ডিজনি চ্যানেল ইউকে মূল ধারাবাহিক
সম্পাদনা- ১০১ ডালমেশিয়ান স্ট্রিট (৭ সেপ্টেম্বর ২০২০ – ৩১ ডিসেম্বর ২০২০)
ডিজনি চ্যানেল ধারাবাহিকের পুনঃপ্রচার
সম্পাদনা- দ্য সুইট লাইফ অন ডেক
- সিডনি টু দ্য ম্যাক্স (জুন ২০১৯; ২০১৯ সালের ৫ জুলাই থেকে ২০২১ সালের ১ অক্টোবর পর্যন্ত ডিজনি চ্যানেলে প্রচারিত)
মার্ভেল অনুষ্ঠানসমূহ
সম্পাদনা- অ্যাভেঞ্জার্স অ্যাসেম্বল (২৪ নভেম্বর ২০১৩ – অজানা)
- গার্ডিয়্যান্স অফ দ্য গ্যালাক্সি
- মার্ভেল ডিস্ক ওয়ার্স: দ্য অ্যাভেঞ্জার্স
- মার্ভেল ফিউচার অ্যাভেঞ্জার্স
- হাল্ক অ্যান্ড দ্য এজেন্টস অফ স্ম্যাশ
- স্পাইডার-ম্যান (১৪ অক্টোবর ২০১৭ – ৩১ ডিসেম্বর ২০২০) (ডিজনি চ্যানেলেও প্রচারিত)
- আল্টিমেট স্পাইডার-ম্যান (১৫ সেপ্টেম্বর ২০১২ – ১ সেপ্টেম্বর ২০২০)
ডিজনি জুনিয়র অনুষ্ঠানসমূহ
সম্পাদনা- জেক অ্যান্ড দ্য নেভারল্যান্ড পাইরেটস
- মিকি মাউস মিক্সড-আপ অ্যাডভেঞ্চারস (২৫ জানুয়ারি – ২৬ জানুয়ারি ২০২০)
- টটস (টিভি ধারাবাহিক)
- মাইলস ফ্রম টুমোরোল্যান্ড
- মিরা, রয়েল ডিটেক্টিভ (১৮ জুলাই ২০২০; শুধু প্রিভিউ)
- ইন ইয়াং ইয়ো! (২০২০ সালের ১ সেপ্টেম্বরের পর্যন্ত)
- পুক্কা
- সুপার রোবট মাঙ্কি টিম হাইপারফোর্স গো! (২০২০ সালের ১ সেপ্টেম্বরের পর্যন্ত)
শর্ট ধারাবাহিক
সম্পাদনা- গ্র্যাভিটি ফলস শর্টস
- টু মোর এগস
- মিকি গো লোকাল
- মিকি মাউস শর্টস (মাঝে মাঝে প্রচারিত)
- স্টার ওয়ার্স রোলআউট
অর্জিত অনুষ্ঠানসমূহ
সম্পাদনা- অস্কার'স ওয়েসিস
- অ্যাটমিক পাপেট
- আইরন ম্যান: আর্মোরড অ্যাডভেঞ্চারস
- ইনুইয়াশা
- ইনুইয়াশা: দ্য ফাইনাল অ্যাক্ট
- উপিন অ্যান্ড ইপিন
- কাইতো জোকার (২০১৬–২০২০; পরে ডিজনি চ্যানেলে পুনঃপ্রচারিত)
- কাউন্টারফিট ক্যাট
- কিকো (২৫ মে – ৩১ ডিসেম্বর ২০২০)
- কিড ভার্সেস ক্যাট
- ক্রস ফাইট বি-ডামান
- ক্রস ফাইট বি-ডামান ইএস
- গিগান্ট বিগ শট ত্স্যুকাসা (২৫ মে ২০১৭ – ২০১৯)
- চাক চিকেন (২০২০ সালের ৩১ ডিসেম্বরের পর্যন্ত)
- জনি টেস্ট
- জাপানিজি: গোয়িং, গোয়িং, গং! (১৬ জুন ২০১৪ – ২০১৪ সালের মাঝখানে)
- জ্যাক স্টর্ম (২০১৮ – ৩১ ডিসেম্বর ২০২০)
- জিগ অ্যান্ড শার্কো
- জিপ জিপ
- ডিজিমন ফিউশন ব্যাটলস
- ডেঞ্জার মাউস
- তাকাশি'স ক্যাসেল
- তায়ো দ্য লিটল বাস
- তেনকাই নাইটস
- নার্ডস অ্যান্ড মনস্টারস
- নাম চাকস
- পাইরেট এক্সপ্রেস (২০১৫ – ১ অক্টোবর ২০১৯)
- প্যাক-ম্যান অ্যান্ড দ্য ঘোস্টলি অ্যাডভেঞ্চারস (৩ ডিসেম্বর ২০১৩ – ২০১৫)
- প্যাকেজেস ফ্রম প্র্যানেট এক্স (২৩ ডিসেম্বর ২০১৩ – ২০১৫)
- পোকেমন: ব্ল্যাক অ্যান্ড হোয়াইট (৪ জুন ২০১৫ – ২০১৭)
- ফ্যাংবোন!
- ফ্রিকটাউন (২০১৬–১৮; ৮ মে – ৩ জুলাই ২০২০; ২ সেপ্টেম্বর – ৩১ ডিসেম্বর ২০২০)
- বয়স্টার
- বেইব্লেড বার্স্ট (১ জানুয়ারি ২০১৯ – ৩১ ডিসেম্বর ২০২০)
- বেইব্লেড বার্স্ট এভোলিউশন
- বেইব্লেড বার্স্ট টার্বো (মে ২০১৯ – ৩১ ডিসেম্বর ২০২০)
- বেইব্লেড বার্স্ট রাইজ (২৩ মে ২০২০ – ৩১ ডিসেম্বর ২০২০)
- বোবোবো-বো বো-বোবো
- মাদান সানকি রিউকেন্ডো
- মিস্টার বিন: দ্য অ্যানিমেটেড সিরিজ (নভেম্বর ২০১৫ – ২০১৬; বর্তমানে বুমার্যাং এবং কার্টুন নেটওয়ার্কে)
- মেগা ম্যান: ফুলি চার্জড
- রকেট মাঙ্কিস (১ জুন ২০১৫ – ১ অক্টোবর ২০১৯)
- রব দ্য রোবট
- রোলিং উইথ দ্য রঙ্কস! (২০১৮–২০১৯; ৪ মে ২০২০ – অজানা)
- রিম্বা রেসার
- রেকিট র্যাবিট
- রেডাকাই: কঙ্কার দ্য কাইরু
- লাইন টাইন
- সাইডকিক
- সাসুকে
- সুপা স্ট্রাইকাস
- স্কেয়ার্ডি স্কুইরেল
- স্লাগটেরা (২০১৩ – ৩ মে ২০২০)
- হিরোম্যান
বহিঃসংযোগ
সম্পাদনা- ডিজনি এক্সডি এশিয়ার অনুষ্ঠানসূচী (বর্তমানে বন্ধ)
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ "Malaysia to premiere Disney XD"। কিডস্ক্রিন। ১৯ জুলাই ২০১২। ৪ জুলাই ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ মে ২০২২।
- ↑ ক খ "Marvel Mania, and More!"। টেলিভিশন এশিয়া প্লাস। ২২ মার্চ ২০১৩। ২৯ নভেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ মে ২০২২।
- ↑ ক খ গোপি, শ্রেয়া (২১ অক্টোবর ২০১৩)। "Disney XD launches in Indonesia and Thailand"। অন স্ক্রিন। ১৬ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ মে ২০২২।
- ↑ "Disney XD Launches in the Philippines beginning May 31"। স্মার্ট প্যারেন্টিং। ৩১ মে ২০১৪। ১২ আগস্ট ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ মে ২০২২।
- ↑ ক খ "Astro's kids offering gets a makeover!"। অ্যাস্ট্রো। সংগ্রহের তারিখ ১১ মে ২০২২।
- ↑ ক খ "Saluran Disney XD Hadir di Indonesia" (ইন্দোনেশীয় ভাষায়)। ইনভেস্টর ডেইলি ইন্দোনেশিয়া। ২২ অক্টোবর ২০১৩। ২৩ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ মে ২০২২।
- ↑ ক্লার্ক, স্টিউয়ার্ট (১৩ ডিসেম্বর ২০১৮)। "Disney Sets Out International Leadership Team Post-Fox Deal"। ভ্যারাইটি। সংগ্রহের তারিখ ১১ মে ২০২২।
- ↑ "Bangladesh bans cartoons to halt Hindi invasion"। হিন্দুস্তান টাইমস (ইংরেজি ভাষায়)। ১৫ ফেব্রুয়ারি ২০১৩। সংগ্রহের তারিখ ১১ মে ২০২২।
- ↑ Baroness, The (১ জুন ২০২০)। "Disney+ Singapore Incoming: Disney Channels Dropped From Starhub & Singtel"। গিক কালচার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ মে ২০২২।
- ↑ "DC TV Schedule | Disney TV Shows | Malaysia"। ১ জানুয়ারি ২০২১। ১ জানুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ মে ২০২২।