দায়ানা (পৌরাণিক চরিত্র)

(ডায়ানা (পৌরাণিক চরিত্র) থেকে পুনর্নির্দেশিত)

দায়ানা রোমাণ পুরাণে বর্ণিত শিকার, চন্দ্র ও সন্তান প্রসবের দেবী। গ্রিক পুরাণে দায়ানার প্রতিষঙ্গী চরিত্র আর্টেমিসবারো অলিম্পিয়ানদের অন্যতম দেবী। দায়ানা বন্য পশুদের সাথে কথা বলতে পারত এবং তাদের নিয়ন্ত্রক করতে পারত।[] দায়ানা রোমান পূরানের তিনজন কুমারী দেবীর অন্যতম। বাকি দু্ইজন হলেন, ভেস্তামিনার্ভা

গেলো-রোমান দায়ানার ক্ষু্দ্রাকার ব্রোঞ্জ মূর্তী (১ম শতাব্দীর শেষে)

বর্ণনা

সম্পাদনা

শিকারের দেবী হিসাবে, দায়ানাকে ছোট টিউনিক ও শিকারের বুট পরিবহিতা অবস্থায় দেখা যায়। প্রায়ই তার হাতে থাকে ধনুক ও কাধে থাকে তূণ, সাথে থাকে একটি হরিণ অথবা শিকারী কুকুর।[] ভেনাসের মতো দায়ানাকেও খুব সুন্দরী তরুণী হিসাবে চিত্রিক করা হয়েছে। উষ্ণীষ হিসাবে পরিহিত অর্ধচন্দ্র, দায়ানার একটি বিশেষ চিহ্ন।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Larousse Desk Reference Encyclopedia, The Book People, Haydock, 1995, p. 215.
  2. "Artemis"। সংগ্রহের তারিখ ২০১২-১১-১১ 
রোমান পুরাণ পরম্পরা
প্রধান দেবতা
অ্যাপোলো | কেরেস | ডায়ানা | ইউনো | জুপিটার | মার্স | মের্কুরি | মিনার্ভা | ভেনাস | ভুলকান | ডিভাস অগাস্টাস | ডিভাস জুলিয়াস | ফরচুনা | লেরিস | প্লুটো | ক্যুইরিনাস | সল | ভেস্তা