আউগুস্তুস

রোমান সাম্রাজ্যের প্রথম সম্রাট
(অগাস্টাস থেকে পুনর্নির্দেশিত)

সম্রাট আউগুস্তুস (ইমপেরেটর সীজার দিভি ফাইলাস আউগুস্তুস);[note ১][note ২] (২৩শে সেপ্টেম্বর, ৬৩ খ্রিস্টপূর্বাব্দ - ১৯শে আগস্ট, ১৪[note ৩], নোলা, নেপল্‌সের কাছে) ছিলেন রোমান সাম্রাজ্যের প্রথম সম্রাট। তার জন্মনাম ছিল গাইউস অক্তাভিউস। পরবর্তীতে তিনি নিজের নাম বদলে গাইউস ইউলিউস কায়েসার অক্তাভিয়ানুস রাখেন। সম্রাট হবার পূর্বে তিনি অক্তাভিয়ান নামেও পরিচিত ছিলেন। আউগুস্তুস একটি স্বৈরতান্ত্রিক শাসনের প্রবর্তন করেন, যা প্রিঙ্কিপাতে নামে পরিচিত ছিল। আউগুস্তুস ছিলেন এই রাষ্ট্রের প্রিঙ্কেপ্‌স বা প্রথম নাগরিক। এই নতুন শাসনব্যবস্থা বাইরের অবয়বে প্রজাতান্ত্রিক হলেও আউগুস্তুস এটিকে কাজে লাগিয়ে রোমান জনজীবনের প্রায় সমস্ত দিক নিয়ন্ত্রণে সক্ষম হন এবং গ্রিক-রোমান বিশ্বে স্থিতিশীলতা ও সমৃদ্ধি নিয়ে আসেন। ইতিহাসের অন্যতম দক্ষ প্রশাসক আউগুস্তুস রোমান সাম্রাজ্যের ক্ষমতা রোমে কেন্দ্রীভূত করেন।

আউগুস্তুস
The statue known as the Augustus of Prima Porta, 1st century
রোমান সাম্রাজ্যের প্রথম সম্রাট
রাজত্ব১৬ জানুয়ারি খ্রিস্টপূর্ব ২৭ –
১৯ আগস্ট খ্রিস্টাব্দ ১৪ (৪০ বছর)
উত্তরসূরিতাইবেরিয়াস
জন্মগাইয়াস অক্তাভিয়াস
২৩ সেপ্টেম্বর ৬৩ খ্রিস্টপূর্ব
রোম, রোমান প্রজাতন্ত্র
মৃত্যু১৯ আগস্ট খ্রিস্টাব্দ ১৪ (৭৫ বছর)
নোলা, ইতালিয়া, রোমান সাম্রাজ্য
সমাধি
দাম্পত্য সঙ্গী
পূর্ণ নাম
ইমপেরেটর সীজার দিভি ফাইলাস আউগুস্তুস
রাজবংশজুলিও-ক্লডিয়ান রাজবংশ
পিতা
মাতাআতিয়া বাল্‌বা সিজোনিয়া
ধর্মTraditional ancient Roman religion
সিভিক ক্রাউন পরা অগাস্টাসের ভাস্কর্য, মিউনিখ, জার্মানি

আউগুস্তুস তথা অক্তাভিয়ান একটি ধনী পরিবারে জন্ম নেন ১৮ বছর বয়সে তার পিতামহের ভ্রাতা জুলিয়াস সিজারের (ইউলিউস কায়েসার) পালিত সন্তান ও উত্তরসূরী হিসেবে নামাঙ্কিত হন। সিজারের মৃত্যুর পর রোমে ক্ষমতার দ্বন্দ্ব্ব সৃষ্টি হয়, এবং মার্ক অ্যান্টনি এবং লেপিদুসের সাথে তিনি তৃতীয় শাসক হিসেবে ৪৩ খ্রিস্টপূর্বাব্দে পুনর্গঠিত রোমান রাষ্ট্র শাসন করতে থাকেন। ৪২ খ্রিস্টপূর্বাব্দে সিজারের আততায়ী ব্রুটাস (ব্রুতুস) এবং কাসিউস-কে ফিলিপ্পিতে পরাজিত করার পর অক্তাভিয়ান ও মার্ক অ্যান্টনি রোমান সাম্রাজ্যকে দুই ভাগে ভাগ করে ফেলেন। অক্তাভিয়ান সাম্রাজ্যের পশ্চিম অংশ শাসনের অধিকার পান। এরপর অক্তাভিয়ান বিভিন্ন শত্রুর বিরুদ্ধে জয়লাভ করেন। ৩২ খ্রিস্টপূর্বাব্দে তিনি লেপিদুসকে এবং ৩১ খ্রিস্টপূর্বাব্দে তিনি অ্যান্টনি ও মিশরের রাণী ক্লিওপেট্রাকে পরাজিত করেন এবং এই সাথে গ্রিক-রোমান বিশ্বের একাধিপতিতে পরিণত হন। ৩১ খ্রিস্টপূর্বাব্দ থেকে ২৩ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত তিনি রোমান প্রজাতন্ত্রের একজন কনসাল হিসেবে দায়িত্ব পালন করেন। ২৭ খ্রিস্টপূর্বাব্দে তিনি আউগুস্তুস উপাধি গ্রহণ করেন এবং ২৩ খ্রিস্টপূর্বাব্দে একনায়ক সম্রাটের মর্যাদা লাভ করেন। এরপর তিনি ধীরে ধীরে রোমান সাম্রাজ্যের প্রশাসনিক কাঠামোর সংস্কার সাধন করেন এবং ইউরোপের অনেক নতুন অঞ্চল বিজয় করেন। মৃত্যুর পর তাকে দেবতার মর্যাদা দেওয়া হয় এবং তার পালিত পুত্র তিবেরিউস রোমান সম্রাট হন।

পাদটীকা

সম্পাদনা
  1. Classical Latin spelling and reconstructed Classical Latin pronunciation of the names of Augustus:
    1. টেমপ্লেট:Sqc
      আইপিএ: [ˈɡaː.i.ʊs ɔkˈtaː.wi.ʊs]
    2. টেমপ্লেট:Sqc
      আইপিএ: [ˈɡaː.i.ʊs ˈjuː.li.ʊs ˈkae̯.sar ɔk.taː.wiˈaː.nʊs]
    3. টেমপ্লেট:Sqc
      আইপিএ: [ɪm.pɛˈraː.tɔr ˈkae̯.sar ˈdiː.wiː ˈfiː.li.ʊs au̯ˈgʊs.tʊs]
    The spelling টেমপ্লেট:Sqc, indicating the pronunciation [aˈgʊs.tʊs], occurs in inscriptions (Allen 1965, পৃ. 61).
  2. The final name of Augustus, Imperator Caesar Divi Filius Augustus, means "Commander Caesar, Son of the Divine, the Venerable".
  3. The dates of his rule are contemporary dates; Augustus lived under two calendars, the Roman Republican until 45 BC, and the Julian after 45 BC. Due to departures from Julius Caesar's intentions, Augustus finished restoring the Julian calendar in March AD 4, and the correspondence between the proleptic Julian calendar and the calendar observed in Rome is uncertain before 8 BC.(Blackburn & Holford-Strevens 2003: 670–1)

তথ্যসূত্র

সম্পাদনা

গ্রন্থপঞ্জি

সম্পাদনা

আরোও পড়ুন

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা
প্রাথমিক সূত্র
গৌণ্য সুত্র