ডাকে পাখি খোল আঁখি দেখ সোনালি আকাশ

১৯৮৩ সালে মুক্তিপ্রাপ্ত 'প্রতিরোধ' চলচ্চিত্রের সঙ্গীত।

"ডাকে পাখি খোল আঁখি দেখ সোনালি আকাশ" বাংলা ভাষায় রচিত একটি চলচ্চিত্র সংগীতফজলে আহমেদ বেনজীর পরিচালিত ১৯৮৩ সালে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশী চলচ্চিত্র প্রতিরোধ ছায়াছবিতে এই গানটি ব্যবহার করা হয়।[] এই গানের গীতিকার নজরুল ইসলাম বাবু এবং সুরকার ছিলেন শেখ সাদী খান। ভারতীয় গায়িকা হৈমন্তী শুক্লা এই গানে কণ্ঠ দেন। আল্পনা গোস্বামী এই গানের দৃশ্যায়নে একই সাথে অভিনয় ও নৃত্য নির্দেশনার কাজ করেন।[][]

"ডাকে পাখি খোল আঁখি দেখ সোনালি আকাশ"
প্রতিরোধ অ্যালবাম থেকে
হৈমন্তী শুক্লা কর্তৃক সঙ্গীত
ভাষাবাংলা
মুক্তিপ্রাপ্ত১৯৮৩
স্টুডিওস্টুডিও ভাইব্রেশন
স্থানকোলকাতা, ভারত
ধারাচলচ্চিত্র সংগীত
লেখকনজরুল ইসলাম বাবু
সুরকারশেখ সাদী খান
প্রযোজকশেখ সাদী খান
সঙ্গীত ভিডিও
ইউটিউবে "ডাকে পাখি খোল আঁখি"

পটভূমি

সম্পাদনা

ছবির পরিচালক ফজলে আহমেদ বেনজীর এই ছবির চিত্রনাট্য তৈরির সময় মধ্যবিত্ত পরিবারের একমাত্র মেয়ে তার ভাইদের সকালে ঘুম থেকে ডেকে তুলবে-এমন একটি দৃশ্যপটে গান তৈরীর জন্য সুরকার শেখ সাদী খান ও গীতিকার নজরুল ইসলাম বাবু'র সাথে পরিকল্পনা করেছিলেন। এই গানের পরিকল্পনা করা হয়েছিল শেখ সাদি খানের বাসায়। নজরুল ইসলাম বাবু এই গানটি একটি ছড়াগান হিসেবে লিখেছিলেন। প্রাথমিকভাবে এই গানের গীতি ফজলে আহমেদ বেনজীর পছন্দ করেননি।[] শেখ সাদি খানের অনুরোধে গানটি চলচ্চিত্রে রাখা হয়েছিল।[]

সুর ও সঙ্গীত আয়োজন

সম্পাদনা

এই গানের বিষয় ছিল সকাল বেলার পরিবেশ। বিষয়কে প্রাধান্য দিয়ে সুরকার শেখ সাদী খান এই গানের সুরে সকাল রাগের মিশ্রণ ঘটিয়েছিলেন। কোলকাতায় সংগীত শিল্পী ঊষা উথুপের স্টুডিও ভাইব্রেশন-এ এই গানের সংগীত আয়োজন ও শব্দ ধারণ করা হয়েছিল।[]

প্রকাশ ও গ্রহণযোগ্যতা

সম্পাদনা

মুক্তির পর ছায়াছবির এই গানটি সবচেয়ে বেশি লোকপ্রিয় হয়েছিল।[] বাংলাদেশ টেলিভিশনের ছায়াছবির গানের অনুষ্ঠান ও বাংলাদেশ বেতারে এই গান নিয়মিত প্রচার হয়েছে। জনপ্রিয়তার স্বীকৃতি স্বরূপ এই গানের কথা পত্রিকার প্রবন্ধেও উল্লেখ হচ্ছে।[][] ০৬ এপ্রিল, ২০২০-এ জি-সিরিজ তাদের ইউটিউব চ্যানেলে গানটির ভিডিও প্রকাশ করে।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "আমি বিপরীত বাতাসে কাজ করা লোক : শেখ সাদী খান"NTV Online। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-০৩ 
  2. "নায়িকা হারিয়ে গেছেন, হারায়নি গান"প্রথম আলো। ২০২০-০৫-০৬। ২০২০-০৫-০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৫-০৬ 
  3. "দলীয় নৈপুণ্যের ফসল সাফ শিরোপা"জনকন্ঠ। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-০৩ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  4. "বাড়ির ছাদেই স্বপ্নপূরণ – আলোকিত বাংলাদেশ"www.alokitobangladesh.com। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-০৩ 
  5. "ডাকে পাখি খোল আঁখি"জি-সিরিজ। ২০২০-০৪-০৬। সংগ্রহের তারিখ ২০২০-০৪-০৯ইউটিউব-এর মাধ্যমে।