ডাউকা নদী

বাংলাদেশের নদী

ডাউকা নদী বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের সুনামগঞ্জ জেলার একটি নদী। নদীটির দৈর্ঘ্য ৩৩ কিলোমিটার, গড় প্রস্থ ৬০ মিটার এবং নদীটির প্রকৃতি সর্পিলাকার। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা "পাউবো" কর্তৃক ডাউকা নদীর প্রদত্ত পরিচিতি নম্বর উত্তর-পূর্বাঞ্চলের নদী নং ৩৪।[১] নদীটির অববাহিকার আয়তন ২০ বর্গ কিমি।[২]

ডাউকা নদী
দেশ বাংলাদেশ
অঞ্চল সিলেট বিভাগ
জেলা সুনামগঞ্জ জেলা
উৎস বটরখাল নদী
মোহনা কামারখাল নদী
দৈর্ঘ্য ৩৩ কিলোমিটার (২১ মাইল)

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. মানিক মোহাম্মদ রাজ্জাক (ফেব্রুয়ারি ২০১৫)। "উত্তর-পূর্বাঞ্চলের নদী"। বাংলাদেশের নদনদী: বর্তমান গতিপ্রকৃতি (প্রথম সংস্করণ)। ঢাকা: কথাপ্রকাশ। পৃষ্ঠা ১৯৩। আইএসবিএন 984-70120-0436-4 
  2. ড. অশোক বিশ্বাস, বাংলাদেশের নদীকোষ, গতিধারা, ঢাকা, ফেব্রুয়ারি ২০১১, পৃষ্ঠা ২১২ , আইএসবিএন ৯৭৮-৯৮৪-৮৯৪৫-১৭-৯।