ডাঃ সিভি রমন বিশ্ববিদ্যালয়, বিহার
ডাঃ সিভি রমন বিশ্ববিদ্যালয়, বিহার ( সিভিআরইউ ) হলো একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় [২] যা ভারতের বিহারের বৈশালী জেলার ভগবানপুরে অবস্থিত। বিশ্ববিদ্যালয়টি ২০১৮ সালে অল ইন্ডিয়া সোসাইটি ফর ইলেকট্রনিক্স অ্যান্ড কম্পিউটার টেকনোলজি (AISECT) দ্বারা অধিভুক্ত, ২০১৩-এর আইন অনুযায়ী এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছিল,[৩] বিহারে ছয়টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে চতুর্থ, প্রথম তিনটি বেসরকারি বিশ্ববিদ্যালয়, কে কে ইউনিভার্সিটি এবং সন্দীপ বিশ্ববিদ্যালয়, সিজউল এবং পরে অ্যামিটি বিশ্ববিদ্যালয়, পাটনা।[৪] বিশ্ববিদ্যালয়টি ১০ জানুয়ারী ২০১৮-এ বিহারের মন্ত্রিসভা দ্বারা অনুমোদিত হয়েছিল,[৫] ৭ ফেব্রুয়ারি ২০১৮-এ সরকারি এমপিওভুক্ত হয় [৬] এবং বিশ্ববিদ্যালয়টি জুলাই ২০১৮ এর অধিবেশনে চালু করা হয়।[৭] বিশ্ববিদ্যালয়টির পাঁচটি অনুষদে বিভিন্ন ডিপ্লোমা, স্নাতক এবং স্নাতকোত্তর কোর্স চালু আছে। এটি দেশের প্রথম নোবেল বিজয়ী সিভি রমনের নামে নামকরণ করা হয়েছে।[৫]
স্থাপিত | ২০১৮ |
---|---|
অধিভুক্তি | ইউজিসি |
আচার্য | বিজয় কান্ত ভার্মা[১] |
উপাচার্য | বিমল কুমার শর্মা [১] |
অবস্থান | , , |
ওয়েবসাইট | www |
শিক্ষা
সম্পাদনাপ্রতিষ্ঠানটি পাঁচটি অনুষদের মাধ্যমে ডিপ্লোমা, স্নাতক এবং স্নাতকোত্তর কোর্স : [৮]
- বাণিজ্য ও ব্যবস্থাপনা অনুষদ
- কলা ও মানবিক অনুষদ
- বিজ্ঞান অনুষদ
- কম্পিউটার সায়েন্স ও আইটি অনুষদ
- কৃষি অনুষদ
- প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ
রাষ্ট্রবিজ্ঞান বিভাগ
বিভাগীয় প্রধান: ডাঃ মনীশ রঞ্জন
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "Governing Bodies"। www.cvrubihar.ac.in। Dr. C.V. Raman University। ৫ নভেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০১৮।
- ↑ "State-wise List of Private Universities as on ২৫.০৯.২০১৮" (পিডিএফ)। www.ugc.ac.in। University Grants Commission। ২৫ সেপ্টেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ২৩ অক্টোবর ২০১৮।
- ↑ "Bihar Private Universities Act, ২০১৩" (পিডিএফ)। Bihar Gazette। Government of Bihar। ১ নভেম্বর ২০১৩। ২৩ নভেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ সেপ্টেম্বর ২০১৭।
- ↑ "Six private universities to come up in Bihar soon"। United News of India। ৯ মার্চ ২০১৮। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০১৮।
- ↑ ক খ "Pvt technical varsity among proposals okayed by Bihar cabinet"। Business Standard India। Press Trust of India। ১০ জানুয়ারি ২০১৮। সংগ্রহের তারিখ ৫ নভেম্বর ২০১৮।
- ↑ "Ordinary notification ৬ of ২০১৮" (পিডিএফ)। Bihar Gazette। Government of Bihar। ৭ ফেব্রুয়ারি ২০১৭। ৫ নভেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০১৮।
- ↑ "AISECT Group of Universities signs MoU with the Government of Assam to set up Dr. C.V. Raman University in the State - India Education Diary"। India Education Diary। ১০ ফেব্রুয়ারি ২০১৮। সংগ্রহের তারিখ ৫ নভেম্বর ২০১৮।
- ↑ "About CVRU University"। cutmap.ac.in (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০১৮।