ডলি বেগম

কানাডার রাজনীতিবিদ

ডলি বেগম কানাডার একজন রাজনীতিবিদ। তিনি ২০১৮ সালে কানাডার ওন্টারিও প্রদেশের টরেন্টো এলাকার স্কারবরো সাউথওয়েষ্ট আসন থেকে জয়ী হন। নিউ ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) এমপি হিসেবে ডলি বেগম প্রথমবারের মতো প্রোভিন্সিয়াল পার্লামেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন।[১][২] তিনি অন্টারিও নিউ ডেমক্রেটিক পার্টির সদস্য হিসেবে স্কারবো সাউথওয়েস্ট এলাকার প্রতিনিধিত্ব করছেন। ডলি বেগম প্রাদেশিক সংগঠন কিপ হাইড্রো পাবলিক ক্যাম্পেইনের প্রধান সমন্বয়ক ছিলেন। এছাড়া স্কেয়ারবোরো হেলথ কোয়ালিশনের সহ-প্রধান ছিলেন তিনি। [৩][৪][৫]

ডলি বেগম
মেম্বার অব প্রভিন্সিয়াল পার্লামেন্ট (অন্টারিও)
স্কারবো সাউথওয়েস্ট আসনের
অন্টারিও প্রভিন্সিয়াল সংসদ সদস্য
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
৭ জুন, ২০১৮
পূর্বসূরীলরেঞ্জো বেরেন্ডিটি
ব্যক্তিগত বিবরণ
জন্মমৌলভীবাজার
রাজনৈতিক দলঅন্টারিও নিউ ডেমোক্রেটিক পার্টি
বাসস্থানকানাডা

জন্ম ও পারিবারিক পরিচয় সম্পাদনা

ডলি বেগমের জন্ম বাংলাদেশের মৌলভীবাজার জেলায়। তার বাবার নাম রাজা মিয়া এবং মায়ের নাম জবা বেগম। তার এক ভাই মহসিন মিয়া। [৬] তিনি শিশু বয়স থেকেই কানাডায় বেড়ে উঠেছেন। [৭]

শিক্ষাজীবন সম্পাদনা

ডলি বেগম মৌলভীবাজারের স্থানীয় মনুমুখ বাজরাকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া শেষে মনুমুখ পিটি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেন। ২০১২ সালে টরন্টো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং ইউনিভার্সিটি কলেজ অব লন্ডন থেকে উন্নয়ন, প্রশাসন ও পরিকল্পনা বিষয়ে স্নাতোকত্তর সম্পন্ন করেছেন। [৮]

কর্মজীবন সম্পাদনা

পড়ালেখা শেষ করার পর সিটি অব টরন্টোতে প্রায় দশ মাস কাজ করেন ডলি বেগম। তিনি রিচার্স এনালিস্ট হিসেবে কাজ করেছেন দ্য সোসাইটি অব এনার্জি প্রফেশনালসে। [৯]

রাজনৈতিক জীবন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "প্রথমবারের মতো কানাডার প্রাদেশিক এমপি বাংলাদেশি ডলি বেগম | banglatribune.com"Bangla Tribune। ২০১৮-০৬-১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-০৬-১৪ 
  2. Palamarchuk, Andrew (জুন ৭, ২০১৮)। "NDP candidate Doly Begum ends Liberal reign in Scarborough Southwest"Toronto Star। সংগ্রহের তারিখ জুন ৮, ২০১৮ 
  3. "কানাডায় ডলি বেগমের অনন্য কৃতিত্ব"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৮-০৬-১৪ 
  4. Kantho, Kaler। "কানাডায় নির্বাচনে জিতলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগম | কালের কণ্ঠ"Kalerkantho। সংগ্রহের তারিখ ২০১৮-০৬-১৪ 
  5. BanglaNews24.com। "কানাডার পার্লামেন্টে নির্বাচিত প্রথম বাংলাদেশি ডলি বেগম"banglanews24.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৮-০৬-১৪ 
  6. "Doly Begum makes history, wins big in Ontario provincial polls"The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০১৮-০৬-০৮। সংগ্রহের তারিখ ২০১৮-০৬-০৯ 
  7. "NDP candidate Doly Begum ends Liberal reign in Scarborough Southwest | The Star"thestar.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৮-০৬-০৯ 
  8. "কানাডায় এমপি নির্বাচিত হওয়ায় ডলির গ্রামের বাড়িতে আনন্দ | banglatribune.com"Bangla Tribune। ২০১৮-০৬-১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-০৬-১৪ 
  9. Pratidin, Bangladesh। "টরন্টো জয় করলেন ডলি বেগম | বাংলাদেশ প্রতিদিন"Bangladesh Pratidin। সংগ্রহের তারিখ ২০১৮-০৬-১৪ 

বহি:সংযোগ সম্পাদনা