ঠাকুরদাস চক্রবর্তী

ঠাকুরদাস চক্রবর্তী ( ১২০৯ বঙ্গাব্দ — ১২৬৯ বঙ্গাব্দ) একজন বাঙালি কবিয়াল।

তার আসল নাম ঠাকুরদাস আচার্য। তিনি পশ্চিমবঙ্গের নদীয়া জেলার এক গ্রামে মামার বাড়িতে জন্মগ্রহণ করেন। গ্রামে পাঠশালার পড়া শেষ করে জমিদারের সেরেস্তায় কাজ করতেন। পাঠশালায় লেখাপড়া করার সময়ই তিনি গান রচনা করে সুনাম অর্জন করেন। এই সময় কবিগানে তাঁর রচিত গান পরিবেশিত হতে থাকে। এই সূত্রে গানের বাধনদার হিসেবে তাঁর খ্যাতি ছড়িয়ে পড়ে। ভোলা ময়রা, এ্যান্টনি ফিরিঙ্গিদের মতো কবিয়ালদের গান রচনা করেছেন। চাকরি ছেড়ে দিয়ে কবিগানের দলের সাথে ঘুরে বেড়াতেন। তবে তিনি কখনো আসরে নামতেন না বা নিজস্ব কবিগানের দলও গঠন করেন নি। তাকে কবি ঠাকুরদাস বলা হত। তিনি কবি গানের 'সখী সংবাদ' অংশের গানের জন্য বিশেষ জনপ্রিয় হয়ে উঠেছিলেন।[][] কলকাতায় তার নামে একটি রাস্তা আছে।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. প্রথম খন্ড, বসু, অঞ্জলি; সেনগুপ্ত, সুবোধচন্দ্র (২০১৩)। সংসদ বাঙালি চরিতাভিধান। কলকাতা: সাহিত্য সংসদ। পৃষ্ঠা ১৮৮। আইএসবিএন 978-8179551356 
  2. "অনুশীলন, অভিধান, বাংলা পাঠ্য-ভাষাংশ এবং সহায়ক বিশ্বকোষ কার্যক্রম"onushilon.org। সংগ্রহের তারিখ ২০২০-০৪-১১ 
  3. সাধু, শিবনাথ। "এখনও বজায় আছে ষোলোআনা বাঙালিয়ানা"anandabazar.com। সংগ্রহের তারিখ ২০২০-০৪-১১