ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট
ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট বাংলাদেশের একটি নতুন কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান। এই পলিটেকনিক ইনস্টিটিউটটি ২০০৪ সালে প্রতিষ্ঠিত হয়। একটি বিভাগ নিয়ে কার্যক্রম শুরু করা এই প্রতিষ্ঠানে বর্তমানে চার বছর মেয়াদী ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং কোর্সে ৫টি বিভাগ চলমান রয়েছে। [১]
ধরন | সরকারী পলিটেকনিক ইনস্টিটিউট |
---|---|
স্থাপিত | ২০০৪ |
অধ্যক্ষ | ইঞ্জিনিয়ার মাকসুদুর রহমান |
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ | ২৭ |
প্রশাসনিক ব্যক্তিবর্গ | ৩০ |
শিক্ষার্থী | ২২০২ |
অবস্থান | গোবিন্দনগর, ঠাকুরগাঁও - ৫১০০ , ২৬°০২′২০″ উত্তর ৮৮°২৬′৩৫″ পূর্ব / ২৬.০৩৯০২৩° উত্তর ৮৮.৪৪৩০১৮° পূর্ব |
শিক্ষাঙ্গন | শহুরে ২ একর (০.৮১ হেক্টর) |
অধিভুক্তি | বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড |
ওয়েবসাইট | tpi.edu.bd |
ইতিহাস
সম্পাদনাঠাকুরগাঁও পলিটেকনিক ইসস্টিটিউট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মস্ত্রণালয়ের কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন একটি সরকারী শিক্ষা প্রতিষ্ঠান। এতে বাংলাদেশের কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক ৪ বছর মেয়াদি ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়। দক্ষ মানব সম্পদ সৃষ্টির লক্ষ্যে ২০০৪ সালে এটি প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশের উত্তরবঙ্গের ঠাকুরগাঁও শহরের গোবিন্দনগরে ঠাকুরগাঁও পলিটেকনিক ইসস্টিটিউট অবস্থিত।
ঠাকুরগাঁও পলিটেকনিক ইসস্টিটিউট সবুজ ছায়া বৃক্ষরাজীতে পরিবেষ্ঠিত। ২ একর জমির উপর নির্মিত এ প্রতিষ্ঠানটিতে ০১ টি প্রশাসনিক ভবন, ০১ টি একাডেমিক ভবন এবং ০২ টি ওর্য়াকশপ ভবন রয়েছে। ২০০৪ সালে ৪ টা টেকনোলজি নিয়ে এর কার্যক্রম শুরু হয়। ২০১৬ সালে মেকাট্রনিক্স টেকনোলজি সংযুক্ত হওয়ায় বর্তমানে মোট ৫ টি টেকনোলজিতে শিক্ষা কার্যক্রম চলমান আছে। বর্তমানে এ প্রতিষ্ঠানে ৫ টি টেকনোলজিতে উভয় শিফটে মোট ৭০০ জন শিক্ষার্থী ভর্তি হয় এবং ৪ টি পর্বে মোট ২০১৫ জন শিক্ষার্থী লেখাপড়া করে।
অবস্থান
সম্পাদনাঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট টি ঠাকুরগাঁও সদর উপজেলার গোবিন্দনগর এলাকায় অবস্থিত। এর কাছেই রয়েছে বিসিক শিল্প নগরী, ঠাকুরগাঁও। এটি ঠাকুরগাঁও চৌরাস্তা থেকে ৩ কিলোমিটার পশ্চিমে অবস্থিত।
প্রযুক্তি
সম্পাদনাএকাডেমিক প্রযুক্তিসমূহের মধ্যে রয়েছে:
- মেকাট্রনিক্স টেকনোলজি- ১০০
- কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজি-২০০
- রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং টেকনোলজি- ১০০
- ফুড টেকনোলজি- ২০০
- আর্কিটেকচার এন্ড ইন্টেরিওর ডিজাইন- ১০০
ল্যাবরেটরিসমূহ
সম্পাদনাআর্কিটেকচার এন্ড ইন্টেরিওর ডিজাইন
সম্পাদনাল্যাবের নাম | সংখ্যা | মোট |
সার্ভেয়িং ও কন্সট্রাকশন | ০১ | ০৭ |
আর্কিটেকচার কম্পিউটার ল্যাব | ০১ | |
মডেল মেকিং ল্যাব | ০১ | |
ডিজিটাল মাল্টিমিডিয়া ল্যাব | ০১ | |
ড্রাফটিং ল্যাব | ০১ | |
ড্রয়িং ল্যাব | ০১ | |
ইলেকট্রিকাল ল্যাব |
কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজি
সম্পাদনাল্যাবের নাম | সংখ্যা | মোট |
নেটওইয়ার্কিং ল্যাব | ০১ | ০৩ |
সফটওয়্যার ল্যাব | ০২ |
ফুড টেকনোলজি
সম্পাদনাল্যাবের নাম | সংখ্যা | মোট |
ফুড প্রসেসিং | ০১ | ০৫ |
ফুড কোয়ালিটি কন্ট্রোল-১ | ০১ | |
ফুড কোয়ালিটি কন্ট্রোল-২ | ০১ | |
বেকারি ও কনফেকশনারি | ০১ | |
অ্যাডভান্সড ফুড প্রসেসিং | ০১ |
রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং টেকনোলজি
সম্পাদনাল্যাবের নাম | সংখ্যা | মোট |
বেসিক ওয়ার্কসপ | ০১ | ০৫ |
হাইড্রোলিক | ০১ | |
অটোমোবাইল | ০১ | |
আরএসি-১ | ০১ | |
আরএসি-২ | ০১ |
মেকাট্রনিক্স টেকনোলজি
সম্পাদনাল্যাবের নাম | সংখ্যা | মোট |
মাইক্রোপ্রসেসর | ০১ | ০২ |
ইলেকট্রনিক্স | ০১ |
নন টেক
সম্পাদনাল্যাবের নাম | সংখ্যা | মোট |
ফিজিক্স | ০১ | ০৩ |
কেমিস্ট্রি | ০১ | |
ফিজিক্যাল | ০১ |
ছাত্রাবাস
সম্পাদনাএখানে কোন ছাত্রাবাস নেই।
চিত্রশালা
সম্পাদনা-
একাডেমিক বিল্ডিং
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "ঠাকুরগাঁও পলিটেকনিকের ওয়েবসাইট"। ২৫ আগস্ট ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ আগস্ট ২০১৭।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
বহিঃসংযোগ
সম্পাদনা- অফিসিয়াল ওয়েবসাইট ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০ আগস্ট ২০১৭ তারিখে