ট্রফোজয়েট
ট্রফোজয়েট (ইংরেজি: trophozoite; গ্রিক trope = পুষ্টি + zoon = প্রাণি) হলো উল্লেখযোগ্য সংখ্যক প্রোটোজোয়া, যেমন ম্যালেরিয়ার জীবাণু প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম এবং জিয়ারডিয়া গণের প্রাণিদের জীবনচক্রের সক্রিয়, খাদ্য গ্রহণকারী দশা।[১] (ট্রফোজয়েট দশার বিপরীত দশা হলো পুরু প্রাচীরবেষ্টিত সিস্ট দশা)।
জীবন চক্রের দশা
সম্পাদনামানবদেহে ব্যালান্টিডায়াসিস রোগ সৃষ্টিকারী ব্যালান্টিডিয়াম কোলাই এর জীবন চক্রে ট্রফোজয়েট ও সিস্ট দশা থাকে।
অ্যাপিকমপ্লেক্সার জীবন চক্রে ট্রফোজয়েট সাইজোগনি দশা (অযৌন জনন দশা) অতিক্রম করে এবং মেরোজয়েট সমৃদ্ধ সাইজন্টে পরিণত হয়।
জিয়ার্ডিয়া গণের ট্রফোজয়েটগুলো ক্ষুদ্রান্ত্রে কলোনি গঠন করে এবং বংশবৃদ্ধি করে। সংক্রামক জীবন দশায় শুরুর দিকেই ট্রফোজয়েট সিস্টে রূপান্তরিত হয়।[২]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Yaeger, Robert G. (১৯৯৬)। Protozoa: Structure, Classification, Growth, and Development। Medical Microbiology। University of Texas Medical Branch at Galveston। আইএসবিএন 9780963117212।
- ↑ Einarsson, Elin; Ma’ayeh, Showgy; Svärd, Staffan G (ডিসেম্বর ২০১৬)। "An up-date on Giardia and giardiasis"। Current Opinion in Microbiology। 34: 47–52। আইএসএসএন 1369-5274। ডিওআই:10.1016/j.mib.2016.07.019। পিএমআইডি 27501461।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |