টোকোলাই চা গবেষণা কেন্দ্র

টোকোলাই চা গবেষণা কেন্দ্র (ইংরেজি: Tocklai Experimental Station;অসমীয়া: টোকোলাই চাহ গৱেষণা কেন্দ্র) অসমের গৌরব , অসমের সবুজ স্বর্ন চা পাতার গবেষণা কেন্দ্র। ১৯১১ সনে যোরহাটের টোকলাই নদীর পশ্চিম পাড়ে গবেষণা কেন্দ্রটি স্থাপন করা হয়। উত্তর-পুর্বাঞ্চলের চা-পাতা উৎপাদন ও প্রস্তুতিকরন গবেষণা কারাই হচ্ছে কেন্দ্রটির মূল উদ্যেশ্য। এটি বিশ্বের সর্বৃহৎ চা গবেষণা প্রতিষ্ঠান। ডঃ পি এইচ কার্পেন্টারকে প্রধান বিষয়া রুপে নিযুক্ত করা হয়। অসম সরকার, বঙ্গ সরকার ও চা উদ্যোগ প্রতিষ্ঠার খরচ বহন করে। ১৯৬৪ সনের ১ম জানুয়ারি থেকে বৈজ্ঞানিক ও উদ্যোগিক অনুষ্ঠান পরিষদ , সদস্য চা-বাগান ও চা বোর্ড-এর একটি সমবায়ভিত্তিক গবেষণা কেন্দ্র হিসেবে চা গবেষণা কেন্দ্র গঠন করে । পরিষদটি টোকলাই চা গবেষণা কেন্দ্র পরিচালনার দ্বায়িত্ব গ্রহণ করে।

টোকলাই চা গবেষণা কেন্দ্র
প্রতিষ্ঠিত১৯১১
ওয়েবসাইটhttp://www.tocklai.net

তথ্যসূত্র সম্পাদনা