টেমপ্লেট আলোচনা:একটি পুনর্নির্দেশ

সাম্প্রতিক মন্তব্য: Nafiur14 কর্তৃক ৫ বছর পূর্বে "বানান" অনুচ্ছেদে

বানান

সম্পাদনা

টেম্পলেটটির বানান পুনর্নির্দেশ এর বদলে পুননির্দেশ হবে।

 
এই সাহায্যের আবেদনটির উত্তর প্রদান করা হয়েছে। আপনার যদি আরও সাহায্যের প্রয়োজন হয়, তবে আপনি আপনার আলাপ পাতায় আরেকটি প্রশ্ন করতে পারেন, অথবা আপনি সাহায্যকারী ব্যবহারকারীর আলাপ পাতায় সরাসরি প্রশ্ন করতে পারেন।

একজন মহাপুরুষ (আলাপ) ১০:৫১, ৩০ নভেম্বর ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

প্রশাসকবৃন্দ @Ashiq Shawon, NahidSultan, Zaheen, আফতাবুজ্জামান, এবং Moheen: এর মনোযোগ আকর্ষন করছি ব্যাপারটাতেMussharraf Hossen Shoikot (আলাপ) ১১:৩৬, ৩০ নভেম্বর ২০১৮ (ইউটিসি)উত্তর দিন
@Nafiur14: নাফিউর ভাই, বানানটা ঠিক আছে। সংশোধনের দরকার নাই। হিমু (আলাপ) ১২:০৬, ৩০ নভেম্বর ২০১৮ (ইউটিসি)উত্তর দিন
@RiazACU: কিন্তু যখন একটি পুননির্দেশ তৈরি করা হয় তখন
#পুননির্দেশ[[]]

{{একটি পুনর্নির্দেশ}}

লেখা হয়। একই ক্ষেত্রে দুটি বানান।একজন মহাপুরুষ (আলাপ) ১২:৫০, ৩০ নভেম্বর ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

@Nafiur14: হ্যাঁ ভাই। একই ক্ষেত্রে দুটি বানান। এছাড়াও পুনর্নির্দেশকে পুনঃনির্দেশ হিসাবেও অনেক ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে। হিমু (আলাপ) ১২:৫৬, ৩০ নভেম্বর ২০১৮ (ইউটিসি)উত্তর দিন
@RiazACU: আমি মনে করি টেম্পলেটটিতে যেকোনো একটি বানান ব্যবহার করা উচিত কারণ এক লাইন আগে পরের জন্য দুটি আলাদা এবং প্রায় একই রকম বানান মনে রাখা সম্ভব নয়। একজন মহাপুরুষ (আলাপ) ১৩:২১, ৩০ নভেম্বর ২০১৮ (ইউটিসি)উত্তর দিন
@Nafiur14: সেটাও ঠিক। এটার জন্য আপনি সরাসরি যেকোনো প্রশাসককে বলতে পারেন। ধন্যবাদ। হিমু (আলাপ) ১৩:৩৫, ৩০ নভেম্বর ২০১৮ (ইউটিসি)উত্তর দিন
@RiazACU: এই জন্যই {{adminhelp}} দিয়েছিলাম {{helpme}} নয়। একজন মহাপুরুষ (আলাপ) ১৩:৫৩, ৩০ নভেম্বর ২০১৮ (ইউটিসি)উত্তর দিন
@Nafiur14 এবং Mussharraf Hossen Shoikot: পুনর্নির্দেশ, পুনঃনির্দেশ দুই বানানই সঠিক। তবে পূর্বনির্ধারিত বানান হল পুনর্নির্দেশ (এছাড়া আরো দুটি ভুল কিন্তু প্রায় একই বানানেও কাজ করে)। --আফতাব (আলাপ) ১৪:৫৭, ৩০ নভেম্বর ২০১৮ (ইউটিসি)উত্তর দিন
@আফতাবুজ্জামান: বুঝতে পেরেছি।
#পুনর্নির্দেশ[[]]
#পুননির্দেশ[[]]

একই কাজ করে। {{একটি পুনর্নির্দেশ}} হইলেও {{একটি পুননির্দেশ}} ও থাকা উচিৎ। একজন মহাপুরুষ (আলাপ) ১৭:৪৬, ৩০ নভেম্বর ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

"একটি পুনর্নির্দেশ" পাতায় ফেরত যান।