টেমপ্লেট:রসনিমা কাজ চলছে

(টেমপ্লেট:GOCEinuse থেকে পুনর্নির্দেশিত)
টেমপ্লেট নথি[দেখুন] [সম্পাদনা] [ইতিহাস] [শোধন]

ব্যবহার সম্পাদনা

এই টেমপ্লেটটি রচনা সংশোধন ও নিবন্ধ মানোন্নয়ন সংঘ কর্তৃক কাজ চলমান এমন নিবন্ধসমূহে ব্যবহার্য। সাধারণত কোনো ব্যবহারকারী নিবন্ধে কোনো রচনা সংশোধন কিংবা মানোন্নয়ন কাজ চলমান থাকলে, সম্পাদনা দ্বন্দ্ব এড়াতে অন্য ব্যবহারকারীদের উদ্দেশ্যে বার্তা রাখতে এই টেমপ্লেটটি ব্যবহার করা হয়। একটি নিবন্ধে শুধুমাত্র একবারই এই টেমপ্লেটটি ব্যবহার্য। এই টেমপ্লেটটি নিবন্ধের মালিকানা জাতীয় কোনো অর্থ বহন করে না।

কোনো নিবন্ধে {{রচনা সংশোধন}} টেমপ্লেট বিদ্যমান থাকলে এবং এই টেমপ্লেটটি ব্যবহারের প্রয়োজন হলে "রচনা সংশোধন" টেমপ্লেটটি মুছে {{রসনিমা কাজ চলছে}} টেমপ্লেটটি বসিয়ে দিন।
নিবন্ধে {{রচনা সংশোধন অনুচ্ছেদ}} থাকলে এবং এই টেমপ্লেটটি ব্যবহারের প্রয়োজন হলে, নিচের কোড অনুযায়ী টেমপ্লেট ব্যবহার করতে পারেন: {{রসনিমা কাজ চলছে|অনুচ্ছেদ=হ্যাঁ}}

এই টেমপ্লেটটি {{ব্যবহার হচ্ছে}}{{কাজ চলছে}} টেমপ্লেটের অনুরূপ। এই টেমপ্লেটগুলোর সময়সীমার পার্থক্য রয়েছে। রসনিমা কাজ চলছে নিবন্ধে সর্বশেষ সম্পাদনার পর ২৪ ঘণ্টা পর্যন্ত অপেক্ষা করতে হয়। কারণ, রচনা সংশোধন করতে কখনো কখনো কয়েক দিন লাগে। নিবন্ধ মানোন্নয়নের ক্ষেত্রেও ব্যবহারকারীকে কাজ চালিয়ে যেতে হয়।

এই পাতাটিতে যদি ২৪ ঘণ্টায় কোনো সম্পাদনা না করা হয়ে থাকে, তবে এই বলে বার্তা প্রদর্শন করবে যে, "এই পাতাটিতে যদি বিগত ২৪ ঘণ্টায় সম্পাদনা না করা হয়, তবে অনুগ্রহ করে পাতা থেকে {{রসনিমা কাজ চলছে}} অপসারণ করুন।" এই বার্তাটি দেখালে টেমপ্লেটটি নিবন্ধ থেকে অপসারণ করা উচিত।

আরও দেখুন সম্পাদনা