টেমপ্লেট:রসনিমা আমন্ত্রণ

সুপ্রিয় রসনিমা আমন্ত্রণ, রচনা সংশোধন ও নিবন্ধ মানোন্নয়ন সংঘের পক্ষ থেকে শুভেচ্ছা গ্রহণ করুন। বাংলা উইকিপিডিয়ার উন্নয়নে আপনার অসাধারণ অবদান বিবেচনায় আপনাকে সংঘে যোগদানের আমন্ত্রণ জানাচ্ছি। রচনা সংশোধন ও নিবন্ধ মানোন্নয়ন সংঘ হলো বাংলা উইকিপিডিয়ানদের একটি সহযোগিতামূলক প্রকল্প, যা বাংলা ভাষায় উইকিপিডিয়া নিবন্ধগুলোর সার্বিক মানোন্নয়নে ভূমিকা রাখে। সংঘের উদ্দেশ্য ও কার্যক্রম সম্পর্কে জানতে সংঘের প্রধান পাতা দেখুন। তাছাড়া, সংঘের নিয়মিত আয়োজন হিসেবে মহোৎসবঅভিযানে অংশ নিতে পারেন। সংঘের কার্যক্রম প্রসারে সম্মানিত পরামর্শক হিসেবে আপনার মূল্যবান মতামত জানাতেও আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। বাংলা উইকিপিডিয়াকে অন্য উচ্চতায় পৌঁছে দেওয়ার এই অগ্রযাত্রায় আমরা আপনাকে পাশে পাব বলে আশা রাখি। শুভেচ্ছান্তে, রচনা সংশোধন ও নিবন্ধ মানোন্নয়ন সংঘের পক্ষে, ~~~~
টেমপ্লেট নথি[দেখুন] [সম্পাদনা] [ইতিহাস] [শোধন]

ব্যবহার সম্পাদনা

কোনো সম্পাদকের আলাপ পাতায় যুক্ত করতে এই কোডটি নতুন একটি শিরোনামসহ অনুলিপি করে বসিয়ে দিন: {{subst:রসনিমা আমন্ত্রণ}} টেমপ্লেটটি স্বয়ংক্রিয়ভাবে আপনার স্বাক্ষর যুক্ত করবে।