টেমপ্লেট:ভারতের সবচেয়ে বৃষ্টিপাতকারী ক্রান্তীয় ঘূর্ণিঝড়

ভারত এ সর্বাধিক বৃষ্টিপাত ঘটানো ক্রান্তীয় ঘূর্ণিঝড় এবং তাদের অবশিষ্টাংশ
সর্বাধিক-জানা পরিমাণ
বৃষ্টিপাত ঝড় স্থানসমূহ তথ্যসূত্র
ক্রম মি.মি. ইঞ্চি
০১ ২,৩০০ ৯০.৫৫ ১৯৬৮ সালের প্রবল ঘূর্ণিঝড় পেদং, পশ্চিম বঙ্গ []
০২ ১,৮৪০ ৭২.৪৪ প্রবল ঘূর্ণিঝড় ARB ০১ (২০০৪) অমিনিদিভি, লক্ষদ্বীপ []
০৩ ১,৩৪০ ৫২.৭৬ নিম্নচাপ ০৬ (১৯৬১) চেরাপুঞ্জি, মেঘালয় []
০৪ ১২৮০ ৫০.৩৯ নিশা (২০০৮) ওরথানাদু, তামিলনাড়ু [][][]
০৫ ১১৭১ ৪৬.১০ ফিয়ান (২০০৯) কেথি, তামিলনাড়ু []
০৬ ১০৩০ ৪০.৫৫ অগ্নি (২০০৬) অভানীগড়, অন্ধ্র প্রদেশ []
০৭ ৯৫৩ ৩৭.৫২ ১৯৪৩ সালের প্রবল ঘূর্ণিঝড় কুদ্দালোর, তামিলনাড়ু []
০৮ ৯১০ ৩৫.৮৩ গভীর নিম্নচাপ ০৪ (১৯৬৩) চেরাপুঞ্জি, মেঘালয় [১০]
০৯ ৮১০ ৩১.৮৯ ঘূর্ণিঝড় ১২ (১৯৫৯) বানো [১১]
১০ ৮০০ ৩১.৫০ ঘূর্ণিঝড় ৫ (১৯৬৮) হারনাই [১১]

তথ্যসূত্র

  1. "ভারতের আবহাওয়া পর্যালোচনা, 1969 বার্ষিক সংক্ষিপ্তসার অংশ-সি - ঝড় ও নিম্নচাপ" (পিডিএফ)NOAA। ২০১৭-০৩-০১ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। 
  2. ভারতীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের পরিস্থিতিতে চরম পয়েন্ট বৃষ্টিপাতের ঘটনা বৃদ্ধি (পিডিএফ) (প্রতিবেদন)। ভারতীয় গ্রীষ্মমণ্ডলীয় আবহাওয়া ইনস্টিটিউট। আগস্ট ২০০৯। 
  3. ভারতীয় আবহাওয়া দপ্তর (১৯৬১)। "বার্ষিক সংক্ষিপ্তসার — ঝড় ও নিম্নচাপ: বঙ্গোপসাগরে নিম্নচাপ" (PDF)ভারতীয় আবহাওয়া পর্যালোচনা। জাতীয় ওশানিক ও অ্যাটমোসফেরিক প্রশাসন: 10–11। 
  4. IMD। "IMD পুনে জলবায়ু বুলেটিন নভেম্বর ২০০৮" (পিডিএফ) 
  5. দ্য হিন্দু (২০০৮-১১-২৮)। "বৃষ্টির কারণে মৃতের সংখ্যা বেড়ে ৫১"। ২০০৯-০১-১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১০-০৬-০৮ 
  6. আঞ্চলিক বিশেষায়িত আবহাওয়া কেন্দ্র, নতুন দিল্লি, ভারত (জানুয়ারি ২০০৯)। "২০০৮ সালের উত্তর ভারতীয় মহাসাগরীয় ঘূর্ণিঝড়ের রিপোর্ট" (পিডিএফ)। ভারতীয় আবহাওয়া দপ্তর। এপ্রিল ৬, ২০১০ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জানুয়ারি ১৭, ২০১৩ 
  7. "কেথি উপত্যকায় রেকর্ড বৃষ্টিপাত, নীলগিরি, তামিলনাড়ু" (পিডিএফ)মৌসাম। IMD। 63 (1)। জানুয়ারি ২০১২। 
  8. M এম নায়ক (২০০৭)। "ঘূর্ণিঝড় অগ্নি"। অন্ধ্র প্রদেশ বিপর্যয় ব্যবস্থাপনা। সংগ্রহের তারিখ ২০১০-০৬-০৮ 
  9. "ভারতের আবহাওয়া পর্যালোচনা, 1943 বার্ষিক সংক্ষিপ্তসার অংশ সি - ঝড় ও নিম্নচাপ" (পিডিএফ)। ভারতীয় আবহাওয়া দপ্তর। ২০১৭-০৪-২৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। 
  10. ভারতীয় আবহাওয়া দপ্তর (১৯৬৩)। "বার্ষিক সংক্ষিপ্তসার — ঝড় ও নিম্নচাপ: বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ" (PDF)ভারতীয় আবহাওয়া পর্যালোচনা। জাতীয় ওশানিক ও অ্যাটমোসফেরিক প্রশাসন: 9–11। সংগ্রহের তারিখ মে ১৩, ২০১৩ 
  11. ইউ.এস.ডে, আর.কে.ডুবে এবং জি.এস.প্রকাশ রাও (জুলাই ২০০৫)। "ভারতে গত 100 বছরে চরম আবহাওয়ার ঘটনা" (পিডিএফ)জার্নাল অফ ইন্ডিয়ান জিওফিজিক্যাল ইউনিয়ন9 (3): 184। সংগ্রহের তারিখ ২০১০-০৬-০৮