টেমপ্লেট:আজকের নির্বাচিত ছবি/১ অক্টোবর ২০১৮


কান্তজির মন্দির, বাংলাদেশের দিনাজপুর জেলায় অবস্থিত একটি প্রাচীন হিন্দু মন্দির। ১৮ শতকে নির্মিত একটি চমৎকার স্থাপনা। মন্দিরটি হিন্দু ধর্মের কান্ত বা কৃষ্ণের মন্দির হিসেবে পরিচিত যা লৌকিক রাধা-কৃষ্ণের ধর্মীয় প্রথা হিসেবে বাংলায় প্রচলিত। ছবিটি তুলেছেন তানভীর মাহতাব, যা উইকিমিডিয়া কমন্সে সিসি বাই-এসএ ৪.০ লাইসেন্সের আওতায় প্রকাশিত।