টেমপ্লেট:আজকের নির্বাচিত ছবি/১৪ মার্চ ২০২২


শাবাজ (Nisaetus cirrhatus), নাগরহোল জাতীয় উদ্যান, ভারত। এর আবাসস্থল ভারতীয় উপমাহাদেশ সহ সারা দক্ষিণ-পূর্ব এশিয়া। বাংলাদেশের রাজশাহীতে মাঝে মাঝে শাবাজ দেখা যায়, তবে তেঁতুলিয়াতে এদের সবচেয়ে বেশি দেখা যায়। ছবিটি তুলেছেন টিমোথি এ গনসালভেস, যা উইকিমিডিয়া কমন্সে সিসি বাই-এসএ ৪.০ লাইসেন্সের আওতায় প্রকাশিত।