টি এস গুরুং

ভারতীয় রাজনীতিবিদ

টি এস গুরুং ছিলেন ভারতের দার্জিলিংয়ের একজন সামাজকর্মী ও রাজনৈতিক কর্মী।

টি এস গুরুং
জন্মঅক্টোবর ১৯২৩
মৃত্যুজানুয়ারি ১৯৮৯

জীবন সম্পাদনা

গুরুং নাগাল্যান্ডের কোহিমাতে ১৯২৩ সালের অক্টোবরে জন্মগ্রহণ করেছিলেন। তিনি গুয়াহাটিশিলংয়ে পড়ালেখা করেছিলেন। তিনি স্থানীয় জনগণের কল্যাণে কাজ করতেন এবং ১৯৮৬ সালে পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভায় নির্বাচিত হয়েছিলেন।

১৯৮৯ সালের জানুয়ারিতে তাকে হত্যা করা হয়েছিল।

তথ্যসূত্র সম্পাদনা