টিমোথি রাইসন

ব্রিটিশ রাজনীতিবিদ

স্যার টিমোথি হিউ ফ্রান্সিস রাইসন (৩ নভেম্বর ১৯২৯ - ৩ নভেম্বর ২০১১) ছিলেন একজন ব্রিটিশ রক্ষণশীল রাজনীতিবিদ।

কর্মজীবন সম্পাদনা

রাইসন একজন সাংবাদিক হিসেবে তার কর্মজীবন শুরু করেন, প্রথমে পিকচার পোস্টে কাজ করেন, তারপর নিউ সায়েন্টিস্টে[১] নিউ সায়েন্টিস্টে থাকাকালীন তিনি ক্রসবোও সম্পাদনা করেন, বো গ্রুপের জার্নাল (কনজারভেটিভ পার্টির মধ্যে একটি কেন্দ্র-ডান দল)।[১]

রাইসন ১৯৭৯ থেকে ১৯৮৩ সাল পর্যন্ত স্বরাষ্ট্র সচিব উইলিয়াম হোয়াইটল (পরবর্তীতে বংশানুক্রমিক পিয়ার ভিসকাউন্ট হোয়াইটলো) এর অধীনে হোম অফিসের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর তিনি বৈদেশিক উন্নয়ন মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন (১৯৮৩-১৯৮৬)।[১]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Langdon, Julia (১০ নভেম্বর ২০১১)। "Sir Timothy Raison obituary"The Guardian  উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; আলাদা বিষয়বস্তুর সঙ্গে "Langdon" নামটি একাধিক বার সংজ্ঞায়িত করা হয়েছে