টিংকেল (পত্রিকা)

ভারতীয় পাক্ষিক পত্রিকা

টিংকেল একটি ভারতীয় পাক্ষিক পত্রিকা যা শিশু-কিশোরদের জন্য প্রকাশিত হয়।[] মূলত ইন্ডিয়া বুক হাউসের মালিকানাধীন টিংকেল ব্র্যান্ডটি ২০০৭ সালে এসিকে মিডিয়া দ্বারা অধিগ্রহণ করা হয়েছিল। [] এই পত্রিকায় কমিকস, গল্প, ধাঁধা, কুইজ প্রভৃতিসহ বিভিন্ন নিবন্ধ থাকে যা শিশু-কিশোরদের পাশাপাশি অনেক প্রাপ্তবয়স্কদেরও আকর্ষণ করে। এটি ইংরেজিতে প্রকাশিত হওয়ার পাশাপাশি কিছু ভারতীয় ভাষায় যেমন মালয়ালমঅসমিয়াতে প্রকাশিত হয়।

টিংকেল
সম্পাদকরজনী তিনডিয়াথ
বিভাগকমিক বই
প্রকাশনা সময়-দূরত্বপাক্ষিক
প্রথম প্রকাশ১৯৮০
কোম্পানিটিংকেল
দেশভারত
ভাষাইংরেজি, মালয়ালম, অসমীয়া
ওয়েবসাইটtinkleonline.com

পত্রিকাটির মাসিক সংখ্যা জুলাই, ২০১৬ পর্যন্ত প্রকাশিত হয়েছিল এবং এরপর থেকে টিংকেল পাক্ষিক সংখ্যায় করে প্রকাশের ঘোষণা দেয়া হয়। []

টিংকেল'র প্রথম সংখ্যা ১৯৮০ সালের নভেম্বর মাসে প্রকাশিত হয়েছিল। টিংকেল ভারতে প্রচুর জনপ্রিয়তা অর্জন করেছে। ২০১৯ সালের হিসেব অনুযায়ী, টিংকেল'র প্রতি সংখ্যা তিন লক্ষ কপি করে ছাপানো হয়েছিল।[]

এটি গত দুই দশক ধরে ভারতীয় বেড়ে ওঠা শিশু-কিশোরদের এক অবিচ্ছেদ্য পাঠ্য পত্রিকা হিসেবে পরিচিতি পেয়েছে। সাম্প্রতিককালে শিকারি শম্ভু'র মতো চরিত্রগুলি টিংকেল পত্রিকার মাধ্যমেই উঠে এসেছে যা দেশব্যাপী সমস্ত বয়সের পাঠকদের দ্বারা স্বীকৃতি অর্জন করেছে। পত্রিকাটির প্রতি সংখ্যায় মুদ্রণের জন্য পাঠকরা গল্প ও বিভিন্ন নিবন্ধসহ যে চিঠি পাঠান তা থেকে সেরা ২০০টি নির্বাচিত করা হয় প্রকাশের জন্য। টিংকেল শিক্ষামূলক এবং বিনোদনের পুণ্য সংমিশ্রনে ভরপুর এমন একটি সাময়িকী যা অসংখ্য পাঠকের সৃষ্টি করেছে যাঁদের মধ্যে অনেক বিশিষ্ট ব্যক্তিও রয়েছেন। টিংকেল'র অফিসিয়াল ওয়েবসাইটে ধাঁধা এবং গেমসের সমাহার রয়েছে।

পটভূমি

সম্পাদনা

টিংকেল প্রতিষ্ঠাতা, সম্পাদক অনন্ত পাই তাঁর পাঠকদের কাছে আঙ্কেল পাই নামে পরিচিত। ভারতীয় সংস্কৃতি ও ইতিহাসকে নিবেদিত করে একটি কমিক বইয়ের সিরিজ শুরু করার পিছনে যে ধারণা অনন্ত পাইয়ের কাছে এসেছিল তা ১৯৬৭ সালের ফেব্রুয়ারিতে দূরদর্শনে প্রচারিত এক কুইজ প্রতিযোগিতা থেকে এসেছিল। অনন্ত পাই লক্ষ্য করেন: উক্ত কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা গ্রীক পৌরাণিক কাহিনী সম্পর্কিত প্রশ্নগুলির উত্তর সহজেই দিতে পারছিল, তবে এই প্রশ্নের উত্তর দিতে অক্ষম ছিল: রামায়ণে, রামের মা কে ছিলেন?

জনপ্রিয় কমিকস

সম্পাদনা

এককথায় গল্প ছাড়াও, টিংকেল এযাবতকালে নিয়মিত বেশকিছু চরিত্র সৃষ্টি করেছে যেগুলো বেশ জনপ্রিয়। প্রত্যেক চরিত্ররই আলাদা-বিশেষ রূপ রয়েছে।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Amar Chitra Katha, Tinkle to entertain kids on Net"। [CNN-IBN)। ২০০৮-০১-২৭। সংগ্রহের তারিখ ২০০৮-০১-২৮ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. "ACK Media buys Amar Chitra Katha, Tinkle brands"The Hindu Business Line। ২০০৭-১১-২২। সংগ্রহের তারিখ ২০০৮-০১-২৮ 
  3. "Tinkle Magazine Goes Fortnightly, Introduces New Character 'Wai Knot'"। সংগ্রহের তারিখ ২০১৬-০৮-০৩ 
  4. Muthalaly, Shonali (২০১৯-০৯-২৩)। "Happy birth month Uncle Pai! What's new in the Tinkle world?"The Hindu (ইংরেজি ভাষায়)। আইএসএসএন 0971-751X। সংগ্রহের তারিখ ২০২০-০১-১২ 

বহিঃসঃযোগ

সম্পাদনা