অমর চিত্র কথা একটি কমিক বুক সিরিজ যেখানে মূলত বিভিন্ন জীবনী, ধর্মীয় ব্যক্তিত্ব, সাংস্কৃতিক গল্প সমূহের উপর গ্রাফিক উপন্যাস প্রকাশিত হয়ে থাকে। এই সিরিজটি ১৯৬৭ সালে অনন্ত পাই এর মাধ্যমে যাত্রা শুরু করেছিল।

অমর চিত্র কথা
বিভাগকমিক বই
প্রতিষ্ঠাতাঅনন্ত পাই
প্রথম প্রকাশ১৯৬৭
কোম্পানিঅমর চিত্র কথা প্রাইভেট লিমিটেড
দেশভারত

পটভূমি

সম্পাদনা

শিশু-কিশোরদের ভারতীয় সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে ধারণা দেয়ার জন্য অনন্ত পাই এর মাধ্যমে একটি কমিক সিরিজের যাত্রা শুরু হয়েছিল। ভারতীয় শিশু-কিশোরদের নিজ সংস্কৃতি সম্পর্কে অজ্ঞতা দেখে তিনি বিস্মিত হয়েছিলেন।[]

একজন আঙ্কেল পাই এর মাধ্যমে কীভাবে অমর চিত্র কথা এর সৃষ্টি হলো তা বর্ণনা করতে উপর্যুক্ত বর্ণনাটি প্রায়ই দেয়া হয়। যাই হোক, আউটলুক ম্যাগাজিন এই কমিক সিরিজের সূচনা সম্পর্কে সংবাদ প্রকাশ করেছিল: জি.কে. অনন্তরাম নামে বেঙ্গালুরুর এক বই বিক্রেতা অমর চিত্র কথা সৃষ্টির কথা ভেবেছিলেন। ১৯৬৫ সালে কন্নড় ভাষায় এর প্রথম সংখ্যা বের হয়েছিল এবং একাদশ তম সংখ্যাটি ইংরেজিতে বের হয়। ১৯৬৫ সালে কন্নড় ভাষায় প্রকাশিত অমর চিত্র কথা বাণিজ্যিকভাবে বেশ সফল হয় যা ইংরেজিতে সিরিজটি বের করতে উৎসাহ যুগিয়েছিল। পরবর্তীতে অনন্ত পাইকে অমর চিত্র কথার দায়িত্বে আনা হয়। তিনি সুন্দর একটি টীম গঠন করেন এবং অমর চিত্র কথাকে একটি ব্র্যান্ডে পরিণত করেন।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Now, Amar Chitra Katha gets even younger"। ১ মার্চ ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ অক্টোবর ২০০৯ 
  2. "একজন পন্ডিতের একটি স্বপ্ন ছিল ... আউটলুক (ইংরেজি ভাষায়) India "। সংগ্রহের তারিখ ১৭ সেপ্টেম্বর ২০১১ 

আরও দেখুন

সম্পাদনা