টাটিবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়

মোংলায় অবস্থিত প্রাচীন বিদ্যালয়

টাটিবুনিয়া মাধ্যমিক বিদ্যালয় বাংলাদেশের বাগেরহাট জেলার মোংলা উপজেলার মিঠাখালী ইউনিয়নে অবস্থিত একটি মাধ্যমিক বিদ্যালয়। এটি ১৯২৭ সালে প্রতিষ্ঠিত হয়।[১]

টাটিবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়
প্রতিষ্ঠানের প্রতীক
অবস্থান
মানচিত্র
দত্তেরমেঠ

,
৯৩৫০

তথ্য
নীতিবাক্যএসো জ্ঞানের সন্ধানে, ফিরে যাও দেশের সেবায়
প্রতিষ্ঠাকাল১ জানুয়ারি ১৯২৭; ৯৭ বছর আগে (1927-01-01)
প্রতিষ্ঠাতাব্রিটিশ ভারত
ইআইআইএন১১৪৯৮৮ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
প্রধান শিক্ষকসুধাংশু ঢালী
শিক্ষকমণ্ডলী১৫+
লিঙ্গবালক, বালিকা
শিক্ষার্থী সংখ্যাআনু. ৩০০+
ভাষাবাংলা
হাউস১ টি (একাডেমিক ভবন)
রং     সাদা (শার্ট)
     কালো (প্যান্ট)
ক্রীড়াফুটবল, ক্রিকেট
ডাকনামটামাবি
শিক্ষা বোর্ডমাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর
শিফটদিবা
এমপিও৫৯০৬০৪১৩০১
ওয়েবসাইটটাটিবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়

ইতিহাস সম্পাদনা

টাটিবুনিয়া মাধ্যমিক বিদ্যালয় ১৯২৭ সালে প্রতিষ্ঠিত হয়। এটি ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত দক্ষিণবঙ্গের একটি প্রাচীনতম বিদ্যালয়। বিদ্যালয়ের অবস্থা নাজেহাল হয়ে গেলে ২০০৭ সালের দিকে এটি পূনর্নির্মাণ করা হয়।[২]

শিক্ষা-কার্যক্রম সম্পাদনা

বিদ্যালয়টিতে বিজ্ঞানাগার, পাঠাগার ও কমন রুম রয়েছে। এছাড়া, স্কাউট ও সহশিক্ষা কার্যক্রম চালু রয়েছে।

ভর্তি-প্রক্রিয়া সম্পাদনা

এখানে প্রথম শ্রেণি হতে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি নেয়া হয়ে থাকে। নতুন শিক্ষাবর্ষের ৩১ জানুয়ারি পর্যন্ত ভর্তি কার্যক্রম চলমান থাকে।[৩]

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "মোংলার টাটিবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের বিশ্ব শিক্ষক দিবস পালিত"www.khulnarkhobor.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-১২-০৬ 
  2. "সহপাঠী ওয়েবে এই বিদ্যালয়ের পরিচিতি"sohopathi। সংগ্রহের তারিখ ২০২৩-১২-০৬ 
  3. "টাটিবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়"jessoreboard.gov.bd (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০১-১৭ 

বহিঃসংযোগ সম্পাদনা