টাটা টেক্সটাইল মিলস টাটা গ্রুপের একটি টেক্সটাইল ব্যবসা ছিল, যার প্রধান কার্যালয় মুম্বইতে ছিল। এটি চারটি টেক্সটাইল মিল নিয়ে গঠিত; যথা, নাগপুরের সেন্ট্রাল ইন্ডিয়া মিলস, বোম্বের স্বদেশী মিলস ও টাটা মিলস এবং আহমেদাবাদের অ্যাডভান্স মিলস। [] বেশ কয়েক দশক ধরে এই চারটি মিল টাটা টেক্সটাইল মার্কার নামে কাপড় উৎপাদন ও বিক্রি করেছিল। []

টাটা টেক্সটাইল
বিলুপ্তিকাল১৯৯৭ (1997)
সদরদপ্তর,
ভারত
মাতৃ-প্রতিষ্ঠানটাটা গ্রুপ

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Claude Markovits. Indian Business and Nationalist Politics 1931-39: The Indigenous Capitalist Class and the Rise of the Congress Party. Cambridge University Press; 16 May 2002 [Retrieved 3 March 2017]. আইএসবিএন ৯৭৮-০-৫২১-০১৬৮২-৭. p. 31.
  2. Business India. A.H. Advani; October 1990 [Retrieved 3 March 2017]. p. 75.