টাইগার নাগেশ্বর রাও

ভামসি পরিচালিত আসন্ন চলচ্চিত্র

টাইগার নাগেশ্বর রাও একটি তেলেগু -ভাষা অ্যাকশন থ্রিলার চলচ্চিত্র। যা লিখিত ও পরিচালনা করেছেন ভামসি এবং প্রযোজনা করেছেন অভিষেক আগরওয়াল । ছবিতে শিরোনামের ভূমিকায় প্রধান চরিত্রে অভিনয় করেছে রবি তেজা এছাড়াও পার্শ্ব চরিত্রে নূপুর স্যানন, যীশু সেনগুপ্ত, গায়ত্রী ভরদ্বাজ প্রমূখ অভিনেতারা রয়েছে। ২০ অক্টোবর ২০২৩ সালে ছবিটি পেক্ষাগৃহে মুক্তি পাবে বলে কথা আছে।[১][২]

টাইগার নাগেশ্বর রাও
ফার্স্ট লুক পোস্টার
পরিচালকভামসি
প্রযোজকঅভিষেক আগরওয়াল
রচয়িতাভামসি
শ্রেষ্ঠাংশেরবি তেজা
নূপুর স্যানন
গায়ত্রী ভরদ্বাজ
সুরকারজিভি প্রকাশ কুমার
চিত্রগ্রাহকআর মাধি
প্রযোজনা
কোম্পানি
অভিষেক আগরওয়াল আর্টস
মুক্তি
  • ২০ অক্টোবর ২০২৩ (2023-10-20)
স্থিতিকালমিনিট
দেশভারত
ভাষাতেলুগু

অভিনয়ে সম্পাদনা

  • টাইগার নাগেশ্বর রাও চরিত্রে রবি তেজা
  • সারা চরিত্রে নূপুর শ্যানন
  • আইবি অফিসার রাঘবেন্দ্র রাজপুতের চরিত্রে অনুপম খের
  • হেমলতা লাভানমের চরিত্রে রেনু দেশাই
  • ডিএসপি বিশ্বনাথ শাস্ত্রীর ভূমিকায় মুরালি শর্মা
  • মণি চরিত্রে গায়ত্রী ভরদ্বাজ
  • C.I মৌলি চরিত্রে যীশু সেনগুপ্ত
  • ফিরোজ খান

মুক্তি সম্পাদনা

তামিল, হিন্দি, কন্নড় এবং মালায়লাম ভাষায় ডাব করা সংস্করণ সহ ছবিটি ২০ অক্টোবর, ২০২৩ তারিখে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।[৩] ছবিটির টিজার ১৭ আগস্ট ২০২৩ সালে মুক্তি পায়।[৪]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Jisshu New Film কবে আসছে যীশুরবির প্যান ইন্ডিয়া ছবি টাইগার নাগেশ্বর রাও"ETV Bharat News (bengali ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৫-২৫ 
  2. "বছরের বৃহত্তম সিনে-যুদ্ধ: এই বিশেষ দিনে মুখোমুখি হবে বলিউড ও দক্ষিণের ছবি"Indian Express Bangla। ২০২৩-০৪-১৩। সংগ্রহের তারিখ ২০২৩-০৫-২৫ 
  3. "Ravi Teja's 71st film titled Tiger Nageswara Rao, to release in five languages"OTTPlay (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৯-২৬ 
  4. Bureau, The Hindu (২০২৩-০৮-১৭)। "'Tiger Nageswara Rao' teaser: Ravi Teja aims for pan India reach"The Hindu (ইংরেজি ভাষায়)। আইএসএসএন 0971-751X। সংগ্রহের তারিখ ২০২৩-০৯-২৬ 

বহিঃসংযোগ সম্পাদনা