ঝালিমাটির গান
ঝালিমাটির গান(অসমীয়া: ঝালিমাটির গান) অসমের গোয়ালপাড়া জেলার বিভিন্ন অঞ্চলে প্রচলিত লোকগীত। যা লোকের মৃত্যু, শবযাত্রা, শবদাহ ও শ্রাদ্ধের সহিত জড়িত। গোয়ালাপাড়ার বিভিন্ন অঞ্চলে এটি বড়া পুরাণ ও সংকীর্ত্তন নামে জানা যায়। এই গানগুলি আধ্যম্তিক তত্বমুলক ভক্তিরসে সমৃদ্ধ।[১]
ব্যবহৃত বাদ্যযন্ত্র
সম্পাদনাঝালিমাটির গানে ব্যবহৃত বাদ্যযন্ত্রগুলি হচ্ছে খোল, করতাল ও ঝালি। ঝালি ও মাটির খোল ব্যবহার করে এই গান গাওয়া হয় বলে এই গানের নাম ঝালিমাটির গান।[১]
বিভিন্ন ধরনের ঝালিমাটির গান
সম্পাদনাব্যক্তির মৃত্যু হওয়ার পর থেকেই ঝালিমাটির গান আরম্ভ হয় যা মৃতকের আদ্যশ্রাদ্ধ সম্পূর্ণ হওয়া পর্যন্ত চলতে থাকে। মৃতকের শ্মশান যাত্রা, আদ্যশ্রাদ্ধ ও পিণ্ডদানের সময় গানের ধরন বিভিন্ন হয়।[১]