ঝাড়খণ্ড ফুটবল অ্যাসোসিয়েশন
ঝাড়খণ্ড ফুটবল অ্যাসোসিয়েশন (জেএফএ) হল ভারতের ঝাড়খণ্ড রাজ্যের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা। এটি অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন, জাতীয় নিয়ন্ত্রক সংস্থার সাথে অনুমোদিত।[২] এটি সন্তোষ ট্রফি এবং সিনিয়র মহিলা জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের জন্য রাজ্য দল পাঠায়।
সংক্ষেপে | জেএফএ |
---|---|
গঠিত | ২০০০[১] |
সদরদপ্তর | গিরিডি |
যে অঞ্চলে কাজ করে | ঝাড়খণ্ড, ভারত |
সদস্যপদ | ২৪টি জেলা অ্যাসোসিয়েশন |
সভাপতি | মিথিলেশ কুমার ঠাকুর |
সচিব | গোলাম রব্বানী |
প্রধান প্রতিষ্ঠান | সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (এআইএফএফ) |
ফুটবল প্রতিযোগিতার কাঠামো
সম্পাদনাস্তর | বিভাগ | উন্নীত এবং অবনতি |
---|---|---|
১ (ভারতীয় ফুটবল পিরামিডে ৫ম স্তর) |
জেএসএ লিগ প্রিমিয়ার বিভাগ | ১১টি দল |
২ (ভারতীয় ফুটবল পিরামিডে ৬ষ্ঠ স্তর) |
জেএসএ লিগ সুপার বিভাগ | ১০টি দল |
৩ (ভারতীয় ফুটবল পিরামিডে ৭ম স্তর) |
জেএসএ লিগ এ উন্নীত | 19 টি দল |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Jharkhand Football Association sacks president, joint secretary for controversial role"। Lagatar news। সংগ্রহের তারিখ ২৫ মার্চ ২০২২।
- ↑ "Jharkhand Football Association"। www.the-aiff.com। সংগ্রহের তারিখ ২০২২-০৭-০২।
একটি ভারতীয় ফুটবল ক্লাব সম্পর্কে বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |