ঝাড়খণ্ড ফুটবল অ্যাসোসিয়েশন

ঝাড়খণ্ড ফুটবল অ্যাসোসিয়েশন (জেএফএ) হল ভারতের ঝাড়খণ্ড রাজ্যের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা। এটি অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন, জাতীয় নিয়ন্ত্রক সংস্থার সাথে অনুমোদিত।[২] এটি সন্তোষ ট্রফি এবং সিনিয়র মহিলা জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের জন্য রাজ্য দল পাঠায়।

ঝাড়খণ্ড ফুটবল অ্যাসোসিয়েশন
সংক্ষেপেজেএফএ
গঠিত২০০০; ২৪ বছর আগে (2000)[১]
সদরদপ্তরগিরিডি
যে অঞ্চলে কাজ করে
ঝাড়খণ্ড, ভারত
সদস্যপদ
২৪টি জেলা অ্যাসোসিয়েশন
সভাপতি
মিথিলেশ কুমার ঠাকুর
সচিব
গোলাম রব্বানী
প্রধান প্রতিষ্ঠান
সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (এআইএফএফ)

ফুটবল প্রতিযোগিতার কাঠামো সম্পাদনা

স্তর বিভাগ উন্নীত এবং অবনতি

(ভারতীয় ফুটবল পিরামিডে ৫ম স্তর)
জেএসএ লিগ প্রিমিয়ার বিভাগ ১১টি দল

(ভারতীয় ফুটবল পিরামিডে ৬ষ্ঠ স্তর)
জেএসএ লিগ সুপার বিভাগ ১০টি দল

(ভারতীয় ফুটবল পিরামিডে ৭ম স্তর)
জেএসএ লিগ এ উন্নীত 19 টি দল

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Jharkhand Football Association sacks president, joint secretary for controversial role"Lagatar news। সংগ্রহের তারিখ ২৫ মার্চ ২০২২ 
  2. "Jharkhand Football Association"www.the-aiff.com। সংগ্রহের তারিখ ২০২২-০৭-০২