ঝাড়খণ্ডের লোকনৃত্য

ঝাড়খণ্ডের লোকনৃত্য তার প্রাণবন্ত সংস্কৃতি এবং ঐতিহ্যের প্রতিনিধিত্ব করে। ঝাড়খণ্ড রাজ্যে বিভিন্ন লোকনৃত্য রয়েছে যএগুলি ফসল কাটার সময়, উৎসবে এবং সামাজিক জমায়েতে পরিবেশিত হয়। ঝাড়খণ্ডের কিছু লোক ও উপজাতি নৃত্য হল ঝুমুর, মর্দানী ঝুমুর, জেনানী ঝুমুর, ডোমকচ, লাহাসুয়া, ঝুমতা, ফাগুয়া, পাইকা, ছৌ, ফিরকল, মুন্ডারি এবং সাঁওতালি।[১][২][৩]

কিছু ঝাড়খণ্ডের লোকনৃত্যের ডকুমেন্টারি ভিডিও

তালিকা সম্পাদনা

ঝুমুর সম্পাদনা

ঝুমুর ঝাড়খণ্ডের জনপ্রিয় লোকনৃত্য। এটি ফসল কাটার মরশুম এবং উৎসবের সময় পরিবেশিত হয়। এইসময় ব্যবহৃত বাদ্যযন্ত্রগুলো হল মাদল, ঢোল, নাগারা, ঢাক, বাঁশি, সানাই[৩]

মর্দানী ঝুমুর সম্পাদনা

মর্দানী ঝুমুর হল একটি নাগপুরী লোকনৃত্য। নৃত্যটি পুরুষদের দ্বারা পরিবেশিত হয়। তারা পায়ে ঘুঙুর পরে, হাতে তলোয়ার নিয়ে, গোল হয়ে নৃত্য পরিবেশন করে।

জেনানী ঝুমুর সম্পাদনা

জেনানী ঝুমুর হল একটি নাগপুরী লোকনৃত্য। নৃত্যটি নারীদের দ্বারা পরিবেশিত হয়।[৩] মাদল, ঢোল ও বাঁশি প্রভৃতি বাদ্য যন্ত্রের সঙ্গতে এই নৃত্য পরিবেশিত হয়।[৪] মহিলারা একে অপরের হাত ধরে, একটি বৃত্তাকার শৈলী রচনা করে ও এই নৃত্য পরিবেশন করে। যেহেতু এই নাচ প্রধানত মহিলাদের দ্বারাই পরিবেশিত হয় তাই এই নাচের হস্ত-পদ সঞ্চালন ও অঙ্গভঙ্গি কোমল ও লাবন্যতাময়।

ডোমকচ সম্পাদনা

ডোমকচ ঝাড়খণ্ডের একটি লোকনৃত্য। নৃত্যটি বিবাহের সময় পরিবেশিত হয়। বিহারের মিথিলা এবং ভোজপুর অঞ্চলে ডোমকচ নৃত্যটি জনপ্রিয়তার সাথে পরিবেশিত হয়।[৫][৬]

ফাগুয়া সম্পাদনা

ফাগুয়া বা দোলযাত্রার সময় পুরুষ ও নারী উভয় মিলে মাদল, ঢোলবাঁশি সহযোগে এই নৃত্য পরিবেশন করে।

পাইকা সম্পাদনা

পাইকা হল একটি নাগপুরী লোকনৃত্য। নৃত্যটি পুরুষদের দ্বারা পরিবেশিত হয়। তারা পায়ে ঘুঙুর পরে এবং হাতে ঢাল-তলোয়ার নিয়ে, গোল হয়ে নৃত্য পরিবেশন করে। নাগারা, ঢাকসানাই সহযোগে এই নৃত্য পরিবেশিত হয়।

ছৌ সম্পাদনা

পশ্চিমবঙ্গ, ওড়িশা ও ঝাড়খণ্ডের অন্যতম শ্রেষ্ঠ লোকনৃত্য ছৌ নাচ। এটিকে ভারতীয় ধ্রুপদী নৃত্যের একটি ক্ষুদ্র সংস্করণ হিসেবে ধরা হয়।

ফিরকল সম্পাদনা

ভূমিজ উপজাতিদের একটি মার্শাল আর্ট ধরনের লোকনৃত্য হল ফিরকল। ফিরকলের প্রধান উপকরণ হল তলোয়ার, তীর, ধনুক ও ঢাল। এটি ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম জেলার পটকা ব্লকে এর দেখা পাওয়া যাবে।[৭]

মুন্ডারি সম্পাদনা

মুন্ডা উপজাতির নিজস্ব নৃত্য রয়েছে যেটি তারা ফসল কাটার সময় এবং উৎসবের সময় বাদ্যযন্ত্র মাদল, নাগারা ও বাঁশি সহযোগে পরিবেশন করে। মুন্ডা তাদের নৃত্য ও গানকে যথাক্রমে দুরং এবং সুসুন বলে উল্লেখ করে। মুন্ডারি লোকনৃত্য হল যদুর এবং জেনা।[৩]

সাঁওতালি সম্পাদনা

সাঁওতাল উপজাতির নিজস্ব নৃত্য রয়েছে যেটি ফসল কাটার সময় এবং উৎসবের সময় বাদ্যযন্ত্র মাদল ও নাগারা সহযোগে পরিবেশিত হয়।

কুরুখ নৃত্য সম্পাদনা

কুরুখ বা ওরাওঁ উপজাতি বিভিন্ন অনুষ্ঠানে লোকনৃত্য পরিবেশন করে, যেমন ফসল কাটা, উৎসব, বিয়ে ইত্যাদি। কুরুখ ভাষায় নৃত্যকে "ডান্ডি" বলা হয়। কুরুখ উপজাতির কিছু লোকনৃত্য হল ঘাগড়া মাথা, যাদুর, করম নাচ, খাদ্দি ও দুধিয়া ইত্যাদি।[৩]

রঙ্গ নামেও একটি লোকনৃত্য ঝাড়খণ্ডে দেখা যায়।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Easrern Zonal Cultural Centre"। ২০১৮-০৪-০৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-১০-৩০ 
  2. "Jharkhand Dance" 
  3. "talk on nagpuri folk music at ignca"daily Pioneer.com 
  4. "Jharkhand: Culture"। jagranjosh। ৩১ জুলাই ২০১৩। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০২২ 
  5. "What does domkach mean?"www.definitions.net (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০২-২৮ 
  6. "Domkach"Folklibrary.com। ২১ ফেব্রুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ ডিসেম্বর ২০১৮ 
  7. "The last frontier of Firkal martial art of Chotanagpur area – Jharkhand | Tribal Cultural Heritage in India Foundation"