জ্যোতি হেগড়ে

ভারতীয় সুরকার

জ্যোতি হেগড়ে ধ্রুপদী ঘরানার একজন রুদ্রবীণাসেতার শিল্পী। তিনি ১২ বছর বয়স থেকে সংগীত চর্চা করেছেন এবং ধরওয়াদের কর্ণটাক বিশ্ববিদ্যালয় থেকে সংগীতে স্নাতকোত্তর অর্জন করেছেন। তিনিই হলেন বিশ্বের রুদ্রবীণার প্রথম মহিলা বাদ্যকর। তিনি আকাশবাণী-এর রুদ্রবীণা ও সেতার গ্রেড-এ শিল্পী এবং নিয়মিত কনসার্টের জন্য অংশগ্রহণ করেছেন।

জ্যোতি হেগড়ে
Jyoti Hegde
জন্ম
নাগরিকত্ব ভারত
পেশাসুরকার,
পরিচিতির কারণভারতীয় শাস্ত্রীয় সংগীত, হিন্দুস্তানি শাস্ত্রীয় সংগীত
সন্তানMusical career
ওয়েবসাইটhttp://www.jyotihegde.com

পেশা সম্পাদনা

তাঁর রেকর্ডিং আছে Rare Instruments - Rudra Veena (ASA Music, 2012)।[১]

ব্যক্তিগত জীবন সম্পাদনা

তিনি জি.এস হেগড়ে সাথে বিবাহিত এবং একটি পুত্রসন্তান রয়েছে।

পুরস্কার এবং স্বীকৃতি সম্পাদনা

জ্যোতি হেগড়ে পুরস্কার পেয়েছেন- নাদ নিধি পুরস্কার (Naada Nidhi award), কলা চেতনা ও ধ্রুপদমণি।[২]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Rare Instruments - Rudra Veena"। ২০১৪-০৬-০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-০৬-০১ 
  2. "Jyoti Hegde Profile" (পিডিএফ)। ২০১৪-০৬-০৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-০৬-০১