জ্যাক শসট্যাক

চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরষ্কার বিজয়ী

জ্যাক উইলিয়াম সজটাক (জন্ম: নভেম্বর ৯, ১৯৫২)[১][২] একজন কানাডিয়ান আমেরিকান জীববিজ্ঞানী এবং হার্ভার্ড মেডিকেল স্কুলের জেনেটিক্স এর অধ্যাপক।

জ্যাক উইলিয়াম সজটাক
Szostak at the 2010 Lindau Nobel Laureate Meeting
জন্ম (1952-11-09) ৯ নভেম্বর ১৯৫২ (বয়স ৭১)
নাগরিকত্বআমেরিকান[১]
মাতৃশিক্ষায়তনম্যাকগিল বিশ্ববিদ্যালয়
কর্নেল বিশ্ববিদ্যালয়
পুরস্কারচিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার (২০০৯)
Lasker Award (2006)
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্রজীববিজ্ঞান
প্রতিষ্ঠানসমূহহার্ভার্ড মেডিকেল স্কুল
Howard Hughes Medical Institute

শৈশব সম্পাদনা

সজটাক এর শৈশব কাটে মন্ট্রিল এবং অটোয়াতে।

শিক্ষাজীবন সম্পাদনা

সজটাক ম্যাকগিল বিস্ববিদ্যালয় থেকে ব্যাচেলর অব সায়েন্স ডিগ্রি অর্জন করেন। তিনি কর্নেল বিস্ববিদ্যালয় থেকে প্রাণরসায়নে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন।

তথ্যসূত্র সম্পাদনা