জ্যাকসন পোলক
মার্কিন শিল্পী
জ্যাকসন পোলক (জানুয়ারি ২৮, ১৯১২ - আগস্ট ১১, ১৯৫৬) একজন খ্যাতিমান মার্কিন চিত্রশিল্পী। বিমূর্ত ছবির জগতে জ্যাকসন পোলক বেশ সমীহ জাগানিয়া নাম।
জ্যাকসন পোলক | |
---|---|
![]() | |
জন্ম | পল জ্যাকসন পোলক ২৮ জানুয়ারি ১৯১২ |
মৃত্যু | আগস্ট ১১, ১৯৫৬ | (বয়স ৪৪)
জাতীয়তা | মার্কিনী |
পরিচিতির কারণ | চিত্রকর |
আন্দোলন | বিমূর্ত অভিব্যাক্তি বাদ |
পৃষ্ঠপোষক | পেগি গুগেনহেইম |
চিত্রকলাসম্পাদনা
নাম্বার ১৭এসম্পাদনা
মাত্র ৪৪ বছরে সড়ক দুর্ঘটনায় পৃথিবীর মায়া কাটানো এই চিত্রশিল্পী ১৯৪৮ সালে ‘নাম্বার ১৭এ’ ছবিটি এঁকেছিলেন। কাঠের তন্তুর ওপর আঁকা এই তৈলচিত্রটি ২০১৫ সালে ২০ কোটি ২০ লাখ ডলারে (বাংলাদেশি মুদ্রায় ১৬৭৪ কোটি টাকার বেশি) কিনে নেন বিনিয়োগ প্রতিষ্ঠান ‘সিটাডেল’-এর প্রতিষ্ঠাতা কেনেথ সি গ্রিফিন। পল গঁগ্যার আঁকা তাহিতির নারীরা ইতিহাস গড়ার আগ পর্যন্ত জ্যাকসনের এ ছবিটিই ছিল বিশ্বের সবচেয়ে দামি চিত্রকর্ম।[১]
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ অনলাইন ডেস্ক। "সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া ৫ চিত্রকর্ম"।